জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নাগপুরে বৃষ্টির ভ্রুকুটি ছিলই, বৃষ্টি হল...! তবে মনে করা হয়েছিল যে, বৃষ্টিই হতে পারে ভিলেন! শুক্রবার ভেস্তে যেতে পারে ভারত-অস্ট্রেলিয়া ( India vs Australia, 2nd T20I) তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ। কিন্তু তেমনটা ঘটল না। ভেজা মাঠে খেলা আদৌ খেলোয়াড়দের জন্য নিরাপদ হবে কি না, সে বিষয়ে একাধিকবার ম্যাচ আধিকারিকরা ভাবনা-চিন্তা করলেন। দফায় দফায় মাঠ পরিদর্শন করার পর তাঁরা শেষপর্যন্ত এই সিদ্ধান্ত নিলেন যে, কুড়ির বদলে আট ওভারের ম্যাচ হবে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। খেলা শুরু হবে রাত ৯টা ৩০ মিনিটে। টস ১৫ মিনিট আগে। জানিয়ে দিল বিসিসিআই।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



আরও পড়ুন: Suryakumar Yadav, IND vs AUS: 'মিস্টার ৩৬০' জানালেন অস্ট্রেলিয়ায় ঠিক কোথায় চ্যালেঞ্জ ভারতের!


দেখে নেওয়া যাক প্লেয়িং কন্ডিশন কী থাকবে


১) প্রথম ইনিংস: রাত ৯টা ৩০ মিনিট-১০টা ০৪ মিনিট
২) বিরতি: রাত ১০টা ০৪ মিনিট-১০টা ১৪ মিনিট
৩) দ্বিতীয় ইনিংস: রাত ১০টা ১৪ মিনিট-১০টা ৪৮ মিনিট
৪) পাওয়ার প্লে ২ ওভার বরাদ্দ
৫) প্রতি বোলার সর্বাধিক ২ ওভার বল করতে পারবেন।
৬) স্লো ওভার রেটের জন্য কোনও পেনাল্টি ধার্য হবে না।
৭) থাকছে না ড্রিঙ্কস ব্রেক।


টিম ইন্ডিয়ার জন্য নাগপুরে জেতা দরকার। ভারত ম্যাচ হারলেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কঠিন সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেবে অজিরা। তবে ম্যাচটি যদি টিম ইন্ডিয়ার পক্ষে যায়, তবে চূড়ান্ত ফাইনাল খেলা হবে ২৫ সেপ্টেম্বর, হায়দরাবাদে। একে তো দলের পারফরম্যান্স ভাল নয়। এশিয়া কাপের (Asia Cup 2022) পর অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত ডুবেছে। ডেথ ওভারে পেসারদের পারফরম্যান্স একেবারে নিম্নমানের। এমন অবস্থায় নাগপুরের (Nagpur) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জেতা টিম ইন্ডিয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ। মোহালিতে টিম ইন্ডিয়াকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। তাই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে অস্ট্রেলিয়ার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। টিম ইন্ডিয়া আর সিরিজ জিততে পারবে না। অন্য দিকে অস্ট্রেলিয়ার সামনে সুযোগ থাকবে সিরিজ জয়ের।বৃহস্পতিবার বিদর্ভে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, দুই দলেরই অনুশীলন সেশন ছিল। ম্যাচের একদিন আগে অনুশীলন গুরুত্বপূর্ণ হলেও, বৃষ্টির কারণে দুই দলের খেলোয়াড়রা অনুশীলন করতে পারেননি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)