World Cup 2023 Final: স্বপ্নভঙ্গ, আবার বছর ২০ পর! বিশ্বসেরা অস্ট্রেলিয়া

Subhapam Saha Sun, 19 Nov 2023-9:39 pm,

অপেক্ষার অবসান। চলে এই সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপ ফাইনালে মুুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

অপেক্ষার অবসান। চলে এই সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপ ফাইনালে (World Cup 2023 Final) মুখোমুখি রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার প্য়াট কামিন্স (Pat Cummins)। পাঁচবারের বিশ্বচ্য়াম্পিয়নরা খেলবে দু'বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। আর কয়েক ঘণ্টা পরেই বিশ্বচ্য়াম্পিয়ন পেয়ে যাবে বাইশ গজ। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভারত খেলেছিল রিকি পন্টিংয়ের (Ricky Ponting) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ফাইনালে ভারত হেরেছিল ১২৫ রানে। এবার রোহিতদের সামনে সুযোগ মধুর প্রতিশোধ নেওয়ার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় আপমর ক্রিকেট ফ্য়ানরা। টস জিতে প্রথমে বল করবে অজিরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


 

Latest Updates

  • ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫-র পর ২০২৩। ষষ্ঠবারের জন্য় বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    বদলার ফাইনালে ভারতের লজ্জার হার, অস্ট্রেলিয়া ছয় উইকেটে হারাল ভারতকে

    খেলা শেষ, স্বপ্নভঙ্গ, আবার বছর ২০ পর, বিশ্বসেরা অস্ট্রেলিয়া

     

  • ৬৬ বলে আর ২২ রান দরকার অস্ট্রেলিয়ার

  • অস্ট্রেলিয়ার বিশ্বচ্য়াম্পিয়ন হওয়া সময়ের অপেক্ষা...

    ৭৮ বলে মাত্র ৩৭ রান দরকার অজিদের।

  • হেডের সেঞ্চুরি!

    ভারতের বিশ্বজয়ের স্বপ্ন একা হাতে ভেঙে দিলেন হেড। ৯৫ বলে করে ফেললেন ১০০। ৩৪ ওভারে অস্ট্রেলিয়া তিন উইকেটে হারিয়ে ফেলল ১৮৫ রান। বিশ্বচ্য়াম্পিয়ন হওয়ার জন্য় অস্ট্রেলিয়ার দরকার ৯৬ বলে ৫৬ রান। বলাই বাহুল্য বিশ্বসেরার মুকুট তাদের মাথায় ওঠার অপেক্ষা শুধু।

  • অজিদের ২৫ ওভারে প্রয়োজন আর ১০৩ রান!

    ষষ্টবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। সৌজন্য়ে- লাবুশানে-হেড। রোহিতদের স্বপ্ন ভাঙছে...! অবিশ্বাস্য় কিছুর অপেক্ষায় আপামর ভারতবাসী। ভারত কি পারবে অসম্ভবকে সম্ভব করতে? ভরসা সেই বোলাররাই।

  • ১০০ পেরিয়ে গেল অস্ট্রেলিয়া!

    হেড-লাবুশানের জুটি মাথাব্য়থার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০ ওভার হয়ে গেল। অস্ট্রেলিয়া তিন উইকেটে তুলে ফেলল ১০৪ রান। অবিলম্বে ভারতকে দ্রুত কয়েক'টি উইকেট তুলে নিতে হবে। নাহলে ম্যাচ হাতের বাইরে বেরিয়ে যাবে ভারতের।

  • ট্র্য়াভিস হেড ও লাবুশানের জুটি ভাঙতেই হবে

    হেড-লাবুশানে সেট হয়ে গিয়েছে ক্রিজে। অস্ট্রেলিয়া ১৭ ওভারে তুলে ফেলেছে ৯৩ রান। ভারতের দরকার সাত উইকেট। অজিদের দরকার ১৪৮ রান। ভারত উইকেটের জন্য় মরিয়া। দেখা যাক কী হয়। ১৪০ কোটি ভারতবাসী ইতিহাসের প্রার্থনায়।

  • ১০ ওভার শেষ

    অস্ট্রেলিয়া প্রথম পাওয়ার প্লে-তে তুলল ৬০ রান। চলে গিয়েছে তিন উইকেট। ভারত মরিয়া দ্রুত আরও দুই উইকেট তুলে নেওয়ার জন্য়। এবার স্পিনার এনে উইকেট তোলার চেষ্টা করবেন রোহিত। 

  • আবার বুমরা!

  • বুম...বুম...বুমরা

    এবার জসপ্রীত বুমরার কামাল। মিচেল মার্শকে (১৫) তুলে নিলেন বুমরা। কেএল রাহুলের হাতে খোঁচা দিলেন মার্শ। ৪.৩ ওভারে অস্ট্রেলিয়া ২ উইকেট হারাল ৪১ রানে। স্টিভ স্মিথ এলেন ক্রিজে।

  • ২৪০ রানে অলআউট ভারত!

    অজি বোলারদের দাপটে ভারত মাত্র ২৪০ রানে গুটিয়ে গেল। এবার পুরো দায়িত্বই বোলারদের উপর। মহম্মদ শামি, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজদের দিকে তাকিয়ে আপামর ভারতীয় অনুরাগীরা। দেখা যাক ভারত পারে নাকি পাঁচবারের চ্য়াম্পিয়নদের রুখে দিতে।

  • ৯ উইকেট চলে গেল!

    ২৮ বলে ১৮ করে ফিরে গেলেন সূর্যকুমার যাদব

  • আট উইকেট চলে গেল ভারতের!

    জসপ্রীত বুমরা (১) আউট। ৪৫ ওভারে ভারত তুলল ২১৫ রান।

  • সাত উইকেট চলে গেল!

    ভারতের বিশ্বজয়ের স্বপ্ন ক্রমেই ফিকে হচ্ছে... মহম্মদ শামি ৬ রান করে ফিরে গেলেন। ৪৪ ওভারে ভারত সাত উইকেট হারাল ২১৩ রানে।

  • ২০০ হল ভারতের, রাহুলও ফিরলেন

    রাহুল ফিরে গেলেন অবশেষে! ১০৭ বলে ৬৬ রানের ইনিংস খেলে ফিরলেন রাহুলও! হাফ ডজন উইকেট হারাল ভারত। ৪২ ওভারে ভারত তুলল ২০৭ রান।

  • রবীন্দ্র জাদেজা আউট!

    ফের ভাঙল ভারতের বুক। রবীন্দ্র জাদেজা ২২ বলে ৯ রান করে ফিরলেন। হ্যাজেলউডের বলে ইংলিশের হাতে ক্য়াচ তুলে দিলেন। ভারতীয় সমর্থকদের অনেকেই অশনি সংকেত পাচ্ছেন! ৩৬ ওভারে ভারত পাঁচ উইকেট হারিয়ে তুলল ১৭৮ রান। রাহুলের সঙ্গী এখন সূর্যকুমার যাদব। 

  • রাহুলের ফিফটি

    দেখতে দেখতে কেএল রাহুল করে ফেললেন ফিফটি। একদিনের আন্তর্জাতিক ম্য়াচে রাহুলের ঝুলিতে চলে এল ১৭ নম্বর অর্ধ-শতরান। তাঁর ব্য়াটেই তাকিয়ে টিম ইন্ডিয়া ও আপামর সমর্থকরা। 

  • কোহলির ফিফটি!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    দলের 'ক্রাইসিস ম্য়ান' তিনি। ফের দলের প্রয়োজনে বড় মঞ্চে জ্বলে উঠল বিরাট কোহলির ব্য়াট। দেখতে দেখতে করে ফেললেন ফিফটি। এদিন ম্যাচের আগে সচিন তেন্ডুলকর তাঁর স্বাক্ষরিত বিশ্বকাপের জার্সি তুলে দিয়েছেন কোহলির হাতে। ২৬ ওভারে ভারত ৩ উইকেট হারিয়ে তুলে ফেলল ১৩৫ রান। কোহলি-রাহুলের ৫০ রানের পার্টনারশিপও হয়ে গেল।

  • নজর কাড়ল সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিম

    ফাইনালে ধাপে ধাপে সমাপ্তি অনুষ্ঠানের পরিকল্পনা করেছে বিসিসিআই। প্রধান আকর্ষণ ছিল ভারতীয় বায়ুসেনার 'সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিম'-এর এয়ার শো। ন'টি হ্য়াল বিমান মাঝ আকাশে দারুণ খেলা দেখাল। যা নিয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। এদিন ইনিংস ব্রেকে মঞ্চ মাতাবেন প্রীতম চক্রবর্তী, জনিতা গান্ধী, নাকাশ আজিজ, অমিত মিশ্র, আকাশা সিং ও তুষার যোশী। দ্বিতীয় ইনিংসের পানীয় ব্রেকে হবে লেজার ও আলোর শো। জানিয়ে দিয়েছে বিসিসিআই। ২৩ ওভারের খেলা শেষ। ভারত তুলল তিন উইকেটে ১২৫ রান। কোহলি ৪৮ রানে ও রাহুল ২৩ রানে অপরাজিত আছেন।

  • শ্রেয়স আইয়ারও আউট! তিন উইকেট চলে গেল

    পরপর ধাক্কা। শুভমন গিল, রোহিত শর্মার পর ফিরে গেলেন শ্রেয়স আইয়ারও। ৩ বলে মাত্র ৪ রান করে ফিরলেন শ্রেয়স। যিনি শেষ দুই ম্য়াচে করেছিলেন ব্য়াক-টু-ব্যাক সেঞ্চুরি। কামিন্সের বলে ইংলিশের হাতে তুল দিলেন ক্য়াচ। ১১ ওভারের খেলা শেষ হয়ে গেল।

  • শুভমনের আউটের পর বড় রানের দায়িত্ব এখন বিরাট, রোহিতের কাঁধে।

  • বিশ্বকাপ ফাইনালে দুই দলের যোদ্ধারা

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মনম্মদ শামি, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা।

    অস্ট্রেলিয়ার প্রথম একাশ: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্য়াক্সওয়েল, জোশ ইংলিস, মিচেল স্টার্ক, প্য়াট কামিন্স, অ্য়াডাম জাম্পা ও জোশ হ্য়াজেলউড।

     

    টস জিতে কামিন্স বললেন: 'উইকেট দেখে শুষ্কই মনে হচ্ছে, আমরা প্রথমে বল করব। শিশির একটা ফ্য়াক্টর। রাতের দিকে এই মাঠে বেশ শিশির পড়ে। এই দলের অংশ হওয়া সত্য়িই গর্বের। টুর্নামেন্টের শুরুটা কিছুটা কঠিন হয়েছিল। কিন্তু এর পর থেকে কোথাও ভুল ভাবে পা পড়েনি। সেমি-ফাইনালের দলই ধরে রাখলাম আমরা।'

    টস হেরে রোহিত বলেন: 'আমি টস জিতলেও প্রথমেই ব্য়াট করতাম। বড় ম্য়াচে বোর্ডে বড় রান করতে হবে। দারুণ কিছু হতে চলেছে এই বিরাট ক্রিকেটীয় উৎসবে। আমাদের শান্ত থাকতে হবে। গতকাল সাংবাদিক বৈঠকেও বলেছি যে, ভারত অধিনায়ক হিসেবে বিশ্বকাপের ফাইনাল খেলতে পারা স্বপ্নের মতো। আমরাও দল বদলালাম না।'

    কী বলছে মোদী স্টেডিয়ামের পরিসংখ্যান:

    নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৩০টি ম্য়াচ হয়েছে। প্রথমে ব্য়াট ও পরে ব্য়াট করে জয়ের সংখ্যা ১৫:১৫। প্রথম ইনিংসের গড় স্কোর ২৪৩। প্রথম ইনিংসে জেতার জন্য গড় স্কোর ২৫৩। প্রথম ইনিংসে সর্বোচ্চ রান ৩২৫। এই মাঠে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজির ৩২৫।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link