IPL Auction 2025 Live UpdatesIPL Auction 2025: প্রথম দিনের নিলাম দেখল ভারতীয় ক্রিকেটারদের রাজত্ব

Sun, 24 Nov 2024-11:05 pm,

IPL Auction 2025 Live Updates: নিলামে ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় রয়েছেন। এবং ১২ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড় রয়েছেন। নিলামে ক্যাপড বিদেশি ১৯৩ জন ও আনক্যাপড বিদেশি ১২ জন। অ্যাসোসিয়েট দেশের ৩ জন খেলোয়াড় রয়েছেন তালিকায়।

IPL Auction 2025 Live Updates: নিলামে ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় রয়েছেন। এবং ১২ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড় রয়েছেন। নিলামে ক্যাপড বিদেশি ১৯৩ জন ও  আনক্যাপড বিদেশি ১২ জন। অ্যাসোসিয়েট দেশের ৩ জন খেলোয়াড় রয়েছেন তালিকায়।



Latest Updates

  • IPL Auction 2025 Live Updates: কেকেআরে ফের অঙ্গকৃষ রঘুবংশী

    তরুণ ব্যাটার রঘুবংশীকে ছেড়ে দিয়েছিল কেকেআর। চলতি বছর আইপিএলে তিনি ৭ ম্যাচে ১৫৫.২৩-এর স্ট্রাইক রেটে ১৬৩ রান করেছিলেন। এদিন নিলামে তাঁকে ফের ৩ কোটি টাকায় দলে নেওয়া হল।

  • IPL Auction 2025 Live Updates: নুর আহমেদকে ১০ কোটি টাকায় নিল চেন্নাই সুপার কিংস

  • IPL Auction 2025 Live Updates: জফ্রা আর্চার ইংল্যান্ডের ফাস্ট বোলার। তাঁকে কিনল রাজস্থান রয়্যালস ১২ কোটি ৫০ লক্ষ টাকায়। 

  • IPL Auction 2025 Live Updates: চতুর্থ ক্রিকেটার কিনল কেকেআর। ২০১৮ সালে নিলামে কেনার পরেও কেকেআরে খেলতে পারেননি আনরিখ নোখিয়া। এ বারের নিলামে ৬ কোটি ৫০ লক্ষ টাকায় কিনল কলকাতা। 

  • IPL Auction 2025 Live Updates: আভেশ খান তরুণ বোলার তাঁকে কিনল LSG ৯ কোটি ৭৫ লক্ষ টাকায়। 

  • IPL Auction 2025 Live Updates: প্রসিদ্ধ কৃষ্ণা ডানহাতি ফাস্ট বোলার পরিচিত ১৪০ কিমি গতিবেগে বল করার জন্য পরিচিতি। সেই প্লেয়ারকে কিনল গুজরাট টাইটানস ৯ কোটি ৫০ লক্ষ টাকায়।

  • IPL Auction 2025 Live Updates: অজি তারকা পেসার জশ হ্যাজেলউডকে কিনল আরসিবি। ১২ কোটি ৫০ লক্ষ টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

  • IPL Auction 2025 Live Updates: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গেলেন জিতেশ শর্মা। ১১ কোটি টাকায় কিনল আরসিবি। 

  • IPL Auction 2025 Live Updates: নীল জার্সি থেকে অরেঞ্জ জার্সিতে যাচ্ছেন ঈশান কিষাণ। ১১.২৫ কোটি টাকায় ঈশান কিষাণকে কিনল সানরাইজার্স হায়দ্রাবাদ।

  • IPL Auction 2025 Live Updates: ব্যক্তিগত কারণে আসন্ন ২০২৪ আইপিএল মরসুম থেকে প্রত্যাহার করে নেওয়ার পরে কলকাতা নাইট রাইডার্স জেসন রয়ের পরিবর্তে ফিল সল্টকে নিয়েছিল। সেই তারকা প্লেয়ারকে রিটেন করেছিল কেকেআর। এবার ১১ কোটি ৫০ লক্ষ টাকায় কিনলেন আরসিবি। বলা চলে ভালো ফর্মে থাকা প্লেয়ারকে হাতছাড়া করতে হল কেকেআরকে। এর প্রভাব কোন দল কীভাবে পাবে সেটা এখন দেখার বিষয়।

  • IPL Auction 2025 Live Updates: ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা! কেকেআর কিনলেন ভেঙ্কটেশ আইয়ারকে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টাকা কেকেআর এই প্লেয়ার কিনতেই লাগালেন।  ২০২১ সাল থেকে কেকেআরের সংসারে ভেঙ্কি। ২০২৪ সালে আইপিএল চ্য়াম্পিয়ন শাহরুখের ফ্র্য়াঞ্চাইজি। গোটা টুর্নামেন্টে দারুণ ক্রিকেট খেলেছেন দলের তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ রাজাসেকারান আইয়ার। এমনকী ফাইনালে ২৬ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসও খেলেছেন তিনি।

  • IPL Auction 2025 Live Updates: রবিচন্দ্রন অশ্বিনকে ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল সিএসকে। স্পিনের যাদু দেখার অপেক্ষায় সিএসকে ভক্তরা।

  • IPL Auction 2025 Live Updates: জেক ফ্রাসের-ম্যাকগুর্ক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তাঁকে ৯ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।

  • IPL Auction 2025 Live Updates: ব্য়াক-টু-ব্য়াক প্লেয়ার কিনল সিএসকে! রাহুল ত্রিপাঠীকে ৩.৪ কোটি টাকায় নিল সিএসকে। পাশাপাশি ৬.২৫ কোটি টাকায় ডেভন কনওয়েকে ফেরাল সিংহবাহিনী।

  • IPL Auction 2025 Live Updates: কে এল রাহুলকেও পেল না কেকেআর। ১৪ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসের ঝোলায় রাহুল।

  • IPL Auction 2025 Live Updates: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঝুলিতে গেলেন লিয়াম লিভিংস্টোন। ৮ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিলামে কিনল তাঁকে।

  • IPL Auction 2025 Live Updates: গুজরাট টাইটানস ১২.২৫ কোটি টাকায় কিনলেন মহম্মদ সিরাজকে। 

  • IPL Auction 2025 Live Updates: দলে স্বাগতম! ১৮ কোটি টাকায় ইউজভেন্দ্র চাহালকে কিনলেন পাঞ্জাব কিংস।

  • IPL Auction 2025 Live Updates: ১০ কোটিতে সানরাইজার্স হায়দ্রাবাদে মহম্মদ শামি। 

  • IPL Auction 2025 Live Updates:ভাঙছে একের পর এক আইপিএল রেকর্ড। কিছুক্ষণ আগেই সবাই ভেবেছিল আইপিএল-এর ইতিহাসের সর্বাধিক টাকায় কেনা হল শ্রেয়াস আইয়ারকে। কিন্তু পুরনো রেকর্ড ভাঙল খুব জলদি ২৮ কোটি টাকায় ঋষভ পন্তকে কিনলেন লখনউ সুপার জায়ান্টস।

  • IPL Auction 2025 Live Updates: মিচেল স্টার্ক আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। ২০২৪ সালে কেকেআর তাকে ২৪.৫০ কোটি টাকায় কিনেছিল। কিন্তু এই বছর সেই রেকর্ড ভাঙলেন কেকেআর প্রাক্তন এবং পাঞ্জাব কিংস-এর বর্তমান শ্রেয়াস আইয়ার। ২০২৫ সালে মিচেল স্টার্ককে দিল্লি ক্যাপিটালস ১১.৭৫ কোটি টাকায় কিনল।

  • IPL Auction 2025 Live Updates: ১৫ কোটি ৭৫ লক্ষ টাকায় জস বাটলারকে কিনল গুজরাট টাইটানস।

  • IPL Auction 2025 Live Updates: বড় চমক! দিল্লি আর পাঞ্জাবের মধ্যে লড়াই। আইপিএল ইতিহাসের নিলামে উঠল সর্বাধিক টাকা। ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রেয়াস আইয়ারকে কিনলেন পাঞ্জাব কিংস।

  • IPL Auction 2025 Live Updates: ১৮ কোটি টাকায় পাঞ্জাব কিংসে-এ ফিরলেন আরশদীপ সিং। ২ কোটি টাকা থেকে শুরু হয় তাঁর বিডিং। 

  • IPL Auction 2025 Live Updates: প্রাথমিক তালিকায় ছিল ১৫৭৪ জনের নাম। চূড়ান্ত তালিকায় রইল ৫৭৪ জন। দু’দিনের মেগা নিলামে ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link