ISL 2020-21, ATKMB vs BFC,Live Update: ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়ে এটিকে মোহনবাগান

Mon, 21 Dec 2020-9:28 pm,

Latest Updates

  • ফতোরদা স্টেডিয়ামে (Fatorda Stadium) বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)-র মুখোমুখি হাবাসের এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। চলতি মরসুমে এখনও অপরাজিত সুনীল ছেত্রীরা। সুনীলদের অপরাজিত দৌড় থামাতে মরিয়া রয় কৃষ্ণারা (Roy Krishna)। ৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। সমসংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC)

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    একনজরে দেখে নিন প্রথম একাদশ ..

     

     

    ১' -  এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) বনাম  বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) খেলা শুরু ফতোরদা স্টেডিয়ামে ..

    ৫' - হলুদ কার্ড দেখলেন বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)  জুনান (Juanan)

    ১০'- এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) বনাম  বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) সেয়ানে সেয়ানে লড়াই চলছে।  বল পজেশনে ৫২% এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)-এর। অন্যদিকে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)-র বল পজেশন ৪৮%।

    ২০'- ২০ মিনিট খেলা হয়ে গিয়েছে। এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) এবং বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) ম্যাচ এখনও ০-০

    ৩০'- প্রথমার্ধের ৩০ মিনিট খেলা অতিক্রান্ত। রয় কৃষ্ণা, মনবীর সিং, ডেভিড উইলিয়ামসরা বেঙ্গালুরু এফসি-র গোল মুখে যেমন আক্রমণ করেছে। তেমনই বেঙ্গালুরুরও এটিকে মোহনবাগানের রক্ষণকে ব্যস্ত রেখেছে। কিন্তু গোলের দেখা নেই। স্কোর লাইন ০-০

    ৩৩'-  কার্ল ম্যাকহিউজের পাস থেকে ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১, বেঙ্গালুরু এফসি-০

     

    ৪৩'- বেঙ্গালুরু এফসি-র রাহুল ভেকে হলুদ কার্ড দেখলেন, স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১, বেঙ্গালুরু এফসি-০

    ৪৫'-   হাফ টাইম ...স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১, বেঙ্গালুরু এফসি-০

     

     

    ৪৬'- দ্বিতীয়ার্ধের খেলা শুরু হল ..  স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১  (৩৩'-ডেভিড উইলিয়ামস), বেঙ্গালুরু এফসি-০

    ৫১'-  ২-০ করার সুযোগ এসে গিয়েছিল ডেভিড উইলিয়ামসের কাছে, কিন্তু গোল হয়নি, স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১  (৩৩'-ডেভিড উইলিয়ামস), বেঙ্গালুরু এফসি-০

    ৬৫'- দ্বিতীয়ার্ধে ২০ মিনিট খেলা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বেঙ্গালুরু এফসি কিন্তু তাদের চারটি পরিবর্তন করে ফেলেছে। স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১  (৩৩'-ডেভিড উইলিয়ামস), বেঙ্গালুরু এফসি-০

    ৭৩'- সহজ সুযোগ হাতছাড়া করে বেঙ্গালুরু এফসি-র ক্লেইটন সিলভা। স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১  (৩৩'-ডেভিড উইলিয়ামস), বেঙ্গালুরু এফসি-০

    ৭৬'- মনবীর সিংয়ের কাছে সুযোগ চলে এসেছিল গোলের। কিন্তু দুরন্ত সেভ করেন গুরপ্রীত সিং সান্ধু। স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১  (৩৩'-ডেভিড উইলিয়ামস), বেঙ্গালুরু এফসি-০

    ৮৫'- সমতা ফেরাতে মরিয়া বেঙ্গালুরু এফসি। এদিকে এটিকে মোহনবাগানের দুর্গ রক্ষা করছেন অরিন্দমরা। স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১  (৩৩'-ডেভিড উইলিয়ামস), বেঙ্গালুরু এফসি-০ 

    ৯০'- দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের ইনজুরি টাইম ... স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১  (৩৩'-ডেভিড উইলিয়ামস), বেঙ্গালুরু এফসি-০ 

    ৯০'+৫'- খেলা শেষ। এটিকে মোহনবাগান  ১-০ গোলে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসিকে। স্কোর লাইন: এটিকে মোহনবাগান-১  (৩৩'-ডেভিড উইলিয়ামস), বেঙ্গালুরু এফসি-০ 

    ৭ ম্যাচ শেষে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) পয়েন্ট ১৬। অন্যদিকে ৭ ম্যাচ শেষে বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) পয়েন্ট ১২।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link