ISL Live Update,SCEB vs OFC: নতুন বছরে, নতুন ছন্দে এসসি ইস্টবেঙ্গল, ৩-১ গোলে জয় লাল-হলুদের

Sun, 03 Jan 2021-7:24 pm,

Latest Updates

  • ইনজুরি টাইমে ড্যানি ফক্সের আত্মঘাতী গোলে ব্যবধান কমাল ওড়িশা এফসি। খেলা শেষ তিলক ময়দানে। নতুন বছরে জয় দিয়ে শুরু লাল-হলুদের। স্কোরলাইন: এসসি ইস্টবেঙ্গল ৩-১ ওড়িশা এফসি

  • মাঠে নেমেই গোল করলেন এসসি ইস্টবেঙ্গলের নাইজিরিয় স্ট্রাইকার ব্রাইট। ৮৮ মিনিটে গোল করেন তিনি। স্কোরলাইন: এসসি ইস্টবেঙ্গল ৩-০ ওড়িশা এফসি

  • ৮২ মিনিটে হলুদ কার্ড দেখলেন ওড়িশা এফসি-র শুভম সারাঙ্গি। স্কোরলাইন: এসসি ইস্টবেঙ্গল ২-০ ওড়িশা এফসি

  • ৮০ মিনিট খেলা হয়ে গিয়েছে তিলক ময়দানে। স্কোরলাইন: এসসি ইস্টবেঙ্গল ২-০ ওড়িশা এফসি

  • জোড়া পরিবর্তন এসসি ইস্টবেঙ্গলের। ৭৩ মিনিটে মাঠে নামলেন ব্রাইট। মাঘোমার পরিবর্তে নামলেন নাইজিরিয় তারকা। ৭৪ মিনিটে রাজু গায়কোয়াডের পরিবর্তে এলেন অঙ্কিত মুখার্জি। স্কোরলাইন: এসসি ইস্টবেঙ্গল ২-০ ওড়িশা এফসি

  • ৬৫ মিনিট খেলা গড়িয়েছে ... একের পর এক আক্রমণ ওড়িশা এফসি-র। সতর্ক লাল-হলুদের রক্ষন। স্কোরলাইন: এসসি ইস্টবেঙ্গল ২-০ ওড়িশা এফসি

  • ৬২ মিনিটে আবার ফুটবলার পরিবর্তন এসসি ইস্টবেঙ্গলে। মিলন সিংয়ের পরিবর্তে হরমনপ্রীত সিং মাঠে নামলেন। স্কোরলাইন: এসসি ইস্টবেঙ্গল ২-০ ওড়িশা এফসি

  • তিলক ময়দানে ৫৫ মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেল। দু গোলে এগিয়ে এসসি ইস্টবেঙ্গল। পিছিয়ে পড়ে ব্যবধান কমাতে মরিয়া ওড়িশা এফসি।  স্কোরলাইন: এসসি ইস্টবেঙ্গল ২-০ ওড়িশা এফসি

  • ৪৬ মিনিটে পরিবর্ত এসসি ইস্টবেঙ্গলের। হাওবাম সিংয়ের পরিবর্তে মাঠে নামলেন সুরচন্দ্র সিং। স্কোরলাইন: এসসি ইস্টবেঙ্গল ২-০ ওড়িশা এফসি

  • দ্বিতীয়ার্ধের খেলা শুরু হল তিলক ময়দানে। স্কোরলাইন: এসসি ইস্টবেঙ্গল ২-০ ওড়িশা এফসি

  • প্রথমার্ধের খেলা শেষ। ওড়িশা এফসি-র বিরুদ্ধে বিরতিতে পিলকিংটন ও মাঘোমার গোলে এগিয়ে এসসি ইস্টবেঙ্গল। স্কোরলাইন: এসসি ইস্টবেঙ্গল ২-০ ওড়িশা এফসি

  • ৩৯ মিনিটে এসসি ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়ালেন জ্যাক মাঘোমা (Jacques Maghoma)। মাত্তি স্টেইনম্যানের পাস থেকে দুরন্ত গোল মাঘোমার।  এসসি ইস্টবেঙ্গল ২-০ ওড়িশা এফসি

  • প্রথমার্ধের ৩০ মিনিট খেলা শেষ। তিলক ময়দানে এখন চলছে কুলিং ব্রেক। স্কোরলাইন: এসসি ইস্টবেঙ্গল ১-০ ওড়িশা এফসি

     

  • পিছিয়ে পড়ে আক্রমণে জোর বাড়িয়েছে ওড়িশা এফসি। লাল-হলুদের রক্ষণ সতর্ক। দুটি গুরুত্বপূর্ণ সেভ করেন এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিত্ মজুমদার। ২৫ মিনিট শেষে স্কোরলাইন: এসসি ইস্টবেঙ্গল ১-০ ওড়িশা এফসি

  • দাপুটে ফুটবল খেলছে রবি ফাউলারের এসসি ইস্টবেঙ্গল। দ্রুত গোল পাওয়ায় স্বস্তি লাল-হলুদ শিবিরে। ১৭ মিনিটে দুরন্ত সেভ এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিত্ মজুমদারের। গোল হজম করে কিন্তু পাল্টা আক্রমণে ওড়িশা এফসি। স্কোরলাইন: এসসি ইস্টবেঙ্গল ১-০ ওড়িশা এফসি

     

  • ১২ মিনিটে অ্যান্থনি পিলকিংটনের (Anthony Pilkington) গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। স্কোরলাইন: এসসি ইস্টবেঙ্গল ১-০ ওড়িশা এফসি

  • ১০ মিনিট খেলা হয়ে গিয়েছে বল পজেশনে এগিয়ে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদের বল পজেশন ৫৪% অন্যদিকে ওড়িশা এফসি-র বল পজেশন ৪৬%। নির্ভুল পাসিংয়ের ক্ষেত্রেও এগিয়ে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। স্কোরলাইন: এসসি ইস্টবেঙ্গল ০-০ ওড়িশা এফসি

  • ৩ মিনিট- খেলা শুরু হতেই হলুদ কার্ড দেখলেন এসসি ইস্টবেঙ্গলের মিলন সিং (Milan Singh)। স্কোরলাইন: এসসি ইস্টবেঙ্গল ০-০ ওড়িশা এফসি

  • তিলক ময়দানে খেলা শুরু এসসি ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি-এর। স্কোরলাইন: এসসি ইস্টবেঙ্গল ০-০ ওড়িশা এফসি

     

  • গোয়ার তিলক ময়দানে মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) এবং  ওড়িশা এফসি (Odisha FC)। ৭ ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি দুই দলই। লাল-হলুদের পয়েন্ট যেখানে ৩ সেখানে ওড়িশা এফসি-র (Odisha FC) পয়েন্ট মাত্র ২। চলতি মরসুমে নতুন বছরে প্রথম জয়ের খোঁজে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ও ওড়িশা এফসি (Odisha FC)।  

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link