ওয়েব ডেস্ক : বারবার তিনবার। শেষবার তো রেকর্ড পরিমান টাকার প্রস্তাব। কিন্তু অটল লিভারপুল। ফিলিপে কুটিনহোকে তাঁরা বিক্রি করবে না। ফের একবার বার্সেলোনাকে জানিয়ে দিল তারা। কুটিনহোকে নিতে লিভারপুলকে একশো মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিলেন বার্সেলোনা কর্তারা। কিন্তু লিভারপুলের পক্ষ থেকে জানানো হয়েছে কুটিনহোর দলবদল ইস্যুতে অযথা সময় নষ্ট করছে বার্সেলোনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে কে কে থাকছেন না জানুন


নেইমার চলে যাওয়ার পর তাঁর জায়গা ভরাট করতে কুটিনহোকে টার্গেট করেছে বার্সেলোনা। শোনা যাচ্ছে কুটিনহো নিজেও লা লিগায় খেলতে চাইছেন। কিন্তু লিভারপুলের অনড় মনোভাবের পর মনে করা হচ্ছে কুটিনহোকে সই করানোর স্বপ্ন ভুলতে হবে বার্সেলোনাকে। দুহাজার তেরো সালে ইন্টার মিলান থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন কুটিনহো।


আরও পড়ুন  প্রোদুনোভাকে বিদায় জানালেন জিমনাস্ট দীপা কর্মকার