নিজস্ব প্রতিবেদন: অবশেষে সেই প্রতীক্ষিত ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে (UEFA Champions League Final) মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও লিভারপুল (Liverpool vs Real Madrid)। ২০১৭-১৮ মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দুই প্রতিপক্ষ ফের একবার শিরোপা নির্ধারক ম্যাচে খেলছে। সেবার রিয়াল ৩-১ গোলে লিভারপুলকে হারিয়ে ১৩তম বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব ঘরে তুলেছিল। এখন দেখার রিয়াল ১৪ বার ইউরোপ সেরা হতে পারে নাকি, লিভারপুল প্রতিশোধের ম্যাচে শেষ হাসি হাসে! এই প্রতিবেদনে রইল কখন, কোথায়, কীভাবে দেখবেন রিয়াল-লিভারপুল দ্বৈরথ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কবে আর কোথায় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল?
Where and when is the Liverpool vs Real Madrid, UEFA Champions League final being played?
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে (UEFA Champions League final) লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ (Liverpool vs Real Madrid) খেলবে ২৯ মে। ম্য়াচ হবে প্যারিসের স্তাদে দে ফ্রান্সে (Stade de France, in Paris)


কোন সময় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল?
What time does the Liverpool vs Real Madrid, UEFA Champions League final begin?
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে (UEFA Champions League final) লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ (Liverpool vs Real Madrid) ম্যাচ হবে শনিবার রাত ১২টা ৩০ মিনিটে (ভারতে রবিবার রাত)।
 
কোন চ্যানেলে দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল?

Which TV channel will broadcast the Liverpool vs Real Madrid, UEFA Champions League final match ?
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে (UEFA Champions League final) লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ সম্প্রচারিত হবে একাধিক টিভি চ্যানেলে। ভারতের ফ্যানরা TEN 2, Sony TEN 2 HD, Sony TEN 3 ও Sony TEN 4 চ্যানেলে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাবে।


অনলাইনে কীভাবে স্ট্রিম করে দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল?
Where can you live stream the Liverpool vs Real Madrid, UEFA Champions League final match ?
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে (UEFA Champions League final) লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ ভারতে অনলাইলে দেখা যাবে SonyLiv স্ট্রিম করে।


আরও পড়ুন: IPL 2022 Closing Ceremony: আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান মাতাবেন AR Rahman-Ranveer Singh


আরও পড়ুনRajasthan Royals জিতবেই, ম্যাচের আগেই বলে দিয়েছিলেন Lasith Malinga!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)