IPL 2022 Closing Ceremony: আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান মাতাবেন AR Rahman-Ranveer Singh

বিসিসিআই (BCCI) সমাপ্তি অনুষ্ঠানের জন্য মে মাসের গোড়াতেই টেন্ডার ডেকেছিল। বেশ কিছু অনুষ্ঠান আয়োজক সংস্থার প্রেজেন্টেশন দেখার পর রণবীর সিং (Ranveer singh) ও এআর রহমানের (AR Rahman) কথাই ভেবে রেখেছিলেন বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।      

Updated By: May 28, 2022, 01:30 PM IST
IPL 2022 Closing Ceremony: আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান মাতাবেন AR Rahman-Ranveer Singh
রণবীর সিং ও এআর রহমানকে রাজি করিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদন: ২৯ মে চলতি আইপিএল-এর (IPL 2022) মেগা ফাইনাল শেষ হলেই টেলিভিশন বন্ধ করে দেবেন না। গ্যালারি খালি করে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। কারণ গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মধ্যে বাইশ গজের যুদ্ধ শেষ হলেই, দেখা যাবে আর এক ধামাকা। শুরু হবে এক বিশেষ সমাপ্তি অনুষ্ঠান (Closing Ceremony)। সেই অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড স্টার রণবীর সিং (Ranveer Singh) ও মিউজিক মায়েস্ত্রো এআর রহমান (AR Rahman)।

তবে শুধু এই দুই মহা তারকার পারফরম্যান্সেই অনুষ্ঠান শেষ হচ্ছে না। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) দেখা যাবে ঝাড়খণ্ডের বিখ্যাত ‘চাচু ডান্স’ (Chhau Dance)। সেইজন্য ‘চাচু ডান্স’-এর ১০ সদস্যের একটি দল ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। বোর্ড সুত্র মারফত এমনটাই জানা গেল।

 

বিসিসিআই সমাপ্তি অনুষ্ঠানের জন্য মে মাসের গোড়াতেই টেন্ডার ডেকেছিল। বেশ কিছু অনুষ্ঠান আয়োজক সংস্থার প্রেজেন্টেশন দেখার পর রণবীর ও রহমানের কথাই ভেবে রেখেছিল বোর্ড।এখানেই শেষ নয়, স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের কথাও ভাবছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিসিসিআই (BCCI)। যেখানে ভারতীয় ক্রিকেটের সাত দশকের যাত্রাই দেখানো হবে। এমনটাই সূত্রের খবর।

শেষবার উদ্বোধনী বা সমাপ্তি অনুষ্ঠান দেখা গিয়েছে ২০১৮ আইপিএলে। ২০১৯-২০২১ পর্যন্ত কোনও রকম এরকম অনুষ্ঠান হয়নি। এমনকী এবারও কোনও রকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হয়েছিল এ বারের আইপিএল। তবে বিসিসিআই চলতি আইপিএল জমকালো ভাবে শেষ করতে চায়।

আরও পড়ুন: Virat Kohli: IPL-এর প্লে-অফে ‘বিরাট’ খারাপ ফর্ম, দেখুন পরিসংখ্যান

আরও পড়ুন: Virat Kohli, IPL 2022 Qualifier 2: ছন্দহীন বিরাটকে রঞ্জি খেলার বার্তা দিলেন ক্ষুব্ধ নেটিজেনরা, তোলপাড় সোশ্যাল মিডিয়া

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.