CWG 2022 | Lovepreet Singh: ভারোত্তোলনে ফের পদক ভারতের, ব্রোঞ্জ এনে দিলেন লভপ্রীত সিং
রতের মোট ১৪টি পদকের মধ্যে ৯টি পদকই এল ভারোত্তোলন থেকে। ভারতের ঝুলিতে এই মুহূর্তে ৫টি সোনা, ৫টি রুপো ও ৪টি ব্রোঞ্জ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারোত্তোলনে ভারতের পদকবন্যা অব্যাহত। এবার পঞ্জাবের লভপ্রীত সিং (Lovepreet Singh) দেশকে এনে দিলেন ব্রোঞ্জ। বুধবার ভারোত্তোলনের ১০৯ কেজি বিভাগে লভপ্রীত পেলেন পদক । স্ন্যাচে ১৬৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৯২ কেজি মিলিয়ে মোট ৩৫৫কেজি ওজন কাঁধে নিয়েছেন লভপ্রীত। দেখতে গেলে ভারতের মোট ১৪টি পদকের মধ্যে ৯টি পদকই এল ভারোত্তোলন থেকে। ভারতের ঝুলিতে এই মুহূর্তে ৫টি সোনা, ৫টি রুপো ও ৪টি ব্রোঞ্জ। কমনওয়েলথে ভারতীয় অ্যাথলিটরা প্রতিদিনই পদকের পর পদক জিতে দেশবাসীর মুখ উজ্জ্বল করছেন।
আরও পড়ুন: Hardik Pandya: দেশের প্রথম ক্রিকেটার হিসাবে হার্দিক পাণ্ডিয়ার মাথায় দ্বিমুকুট
বার্মিংহ্যামে ভারতের হয়ে পদকের খাতা খুলেছিলেন সঙ্কেত সরগর। ৫৫ কেজি বিভাগে রেকর্ড গড়ে রুপো জেতেন তিনি। এরপর ৬১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দেন গুরুরাজা পূজারি । এরপরই ৪৯ কেজি বিভাগে টোকিও অলিম্পিক্সের রূপো জয়ী মীরাবাই জেতেন সোনা। দেশকে চতুর্থ পদক এনে দেন বিন্দিয়ারানী দেবী। ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন তিনি। বাংলার ছেলে অচিন্ত্য শিউলির হাত ধরে ষষ্ঠ পদক এসেছে ভারতের। বাংলার ছেলে ভারোত্তোলনের ৭৩ কেজি বিভাগে সোনা জিতে শুধু রাজ্যেরই নয়, দেশের নামও উজ্জ্বল করেছেন। কমনওয়েলথ গেমসে নজির গড়ে ভারতকে রুপো এনে দিয়েছেন জুডোকা সুশীলা দেবী। জুডোয় ৪৮ কেজি বিভাগে রুপো জিতেছেন বছর সাতাশের মণিপুরি কন্যা। ২০১৪ সালে গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথে জুডোতে রুপো জিতেছিলেন সুশীলা। এবারও ফের সেই রুপোই জিতলেন তিনি। ভারতের আর কোনও জুডো খেলোয়াড়ের কমনওয়েলথে জোড়া পদক নেই। জুডোতে ভারতকে দ্বিতীয় পদক এনে দিয়েছেন বিজয় কুমার যাদব। এরপর মেয়েদের ভারোত্তোলনের ৭১ কেজিতে হরজিন্দর কউর পেয়েছেন ব্রোঞ্জ। তারপর লন বোলসে দেশের মেয়েরা এনে দেন ঐতিহাসিক সোনা। বিকাশ ঠাকুর ৯৬ কেজি বিভাগে ভারোত্তোলনে পান রুপো। ভারতের দ্বাদশ পদকটি আসে টেবিল টেনিসে। পুরুষ দল জেতেন স্বর্ণপদক। এরপর ব্যাডমিন্টনে মিশ্র দল জেতে রুপো। সর্বশেষ পদক এল লভপ্রীতের হাত ধরে।
আরও পড়ুন: CWG 2022: ডজন পদক ভারতের! টেবিল টেনিসে সোনা, ভারোত্তোলনে বিকাশের রুপো
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)