CWG 2022: ডজন পদক ভারতের! টেবিল টেনিসে সোনা, ভারোত্তোলনে বিকাশের রুপো

টিটি-র ফাইনালে পুরুষ দল ৩-১ উড়িয়ে দিল সিঙ্গাপুরকে। ২০১৮ সালে গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথেও ভারতের পুরুষ টেবিল টেনিস দল জিতেছিল সোনা।

Updated By: Aug 2, 2022, 10:09 PM IST
CWG 2022: ডজন পদক ভারতের! টেবিল টেনিসে সোনা, ভারোত্তোলনে বিকাশের রুপো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কমনওয়েলথে মঙ্গলবার ফের সোনা ভারতের। লন বোলে ঐতিহাসিক সোনার পর টেবিল টেনিসের দলগত ইভেন্টে এল স্বর্ণপদক। এদিন টিটি-র ফাইনালে পুরুষ দল ৩-১ উড়িয়ে দিল সিঙ্গাপুরকে। ২০১৮ সালে গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথেও ভারতের পুরুষ টেবিল টেনিস দল জিতেছিল সোনা। চলতি কমনওয়েলথে ভারতের ঝুলিতে এখন পাঁচটি সোনা, চারটি রুপো ও তিনটি ব্রোঞ্জ। মোট পদকের সংখ্যা এখন ১২। এদিন জি সাথিয়া ও হরমিত দেশাই এদিন দেশকে সোনা এনে দেওয়ার জোড়া নায়ক। পুরুষ ডাবলস জেতার পর নিজেরা সিঙ্গলসও জেতেন দাপটের সঙ্গে। যদিও এরপর সিঙ্গলসে ১-৩ ব্যবধানে হেরে যান শরৎ কমল। তিনি। কিন্তু সাথিয়া সিঙ্গলস জিতে নেওয়ায় শরতের হার বাদা হয়ে দাঁড়ায়নি। চতুর্থ ম্যাচে হরমিত জেতেন ৩-০ ব্যবধানে। ফের ভারোত্তোলনে রুপো এসেছে ভারতের। ছেলেদের ৯৬ কেজি বিভাগে রুপো জিতলেন বিকাশ ঠাকুর। স্ন্যাচে ১৫৫ কেজি তুলেছেন বিকাশ, ক্লিন অ্যান্ড জার্কে ১৯১ কেজি  কাঁধে চাপিয়েছেন তিনি।

আরও পড়ুন: CWG 2022 | Harjinder Kaur: কৃষক পরিবারের কন্যার ব্রোঞ্জ, ভারোত্তোলনে ভারতের পদকঝড়! প্রশংসায় মোদী

বার্মিংহ্যামে ভারতের হয়ে পদকের খাতা খুলেছিলেন সঙ্কেত সরগর। ৫৫ কেজি বিভাগে রেকর্ড গড়ে রুপো জেতেন তিনি। এরপর ৬১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দেন গুরুরাজা পূজারি । এরপরই ৪৯ কেজি বিভাগে টোকিও অলিম্পিক্সের রূপো জয়ী মীরাবাই জেতেন সোনা। দেশকে চতুর্থ পদক এনে দেন বিন্দিয়ারানী দেবী। ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন তিনি। বাংলার ছেলে অচিন্ত্য শিউলির হাত ধরে ষষ্ঠ পদক এসেছে ভারতের। বাংলার ছেলে ভারোত্তোলনের ৭৩ কেজি বিভাগে সোনা জিতে শুধু রাজ্যেরই নয়, দেশের নামও উজ্জ্বল করেছেন। কমনওয়েলথ গেমসে নজির গড়ে ভারতকে রুপো এনে দিয়েছেন জুডোকা সুশীলা দেবী। জুডোয় ৪৮ কেজি বিভাগে রুপো জিতেছেন বছর সাতাশের মণিপুরি কন্যা। ২০১৪ সালে গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথে জুডোতে রুপো জিতেছিলেন সুশীলা। এবারও ফের সেই রুপোই জিতলেন তিনি। ভারতের আর কোনও জুডো খেলোয়াড়ের কমনওয়েলথে জোড়া পদক নেই। জুডোতে ভারতকে দ্বিতীয় পদক এনে দিয়েছেন বিজয় কুমার যাদব। এরপর মেয়েদের ভারোত্তোলনের ৭১ কেজিতে হরজিন্দর কউর পেয়েছেন ব্রোঞ্জ। এরপর লন বোলে সোনা। বিকাশের রুপো ও টিটি পুরুষ দলের সোনা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.