নিজস্ব প্রতিবেদন: কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) আইপিএল এলিমিনেটরে (IPL 2022, Eliminator) মুখোমুখি লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (Royal Challengers Bangalore)। খারাপ আবহাওয়ার জন্য এদিন ম্যাচ শুরু হয় ৫০ মিনিট পর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন ক্রিকেটের নন্দনকানেন ম্যাচের আগে প্রথামাফিক 'ইডেন বেল' বাজে। বাংলার ঘরের মেয়ে ও কিংবদন্তি ফাস্ট বোলার ঝুলন গোস্বামী ((Jhulan Goswami) এদিন 'ইডেন বেল' বাজিয়ে ম্যাচের শুভারম্ভ করলেন। ঝুলনের বাঁ-দিকে ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া (Avishek Dalmiya) ও ডানদিকে ছিলেন সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Mr Snenasish Ganguly)। 


গত বছর মার্চে 'চাকদহ এক্সপ্রেস' মেয়েদের বিশ্বকাপে (Women's World Cup) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  (India Women vs West Indies Women) অনন্য নজির গড়েন। আইসিসি-র এই শো-পিস ইভেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে যান তিনি। দেশের অভিজ্ঞ জোরে বোলার টপকে যান অস্ট্রেলিয়ার প্রয়াত প্রাক্তন বোলার লিন ফুলস্টনকে (Lyn Fulltston)। তাঁর ঝুলিতে ছিল ৩৯টি উইকেট। ঝুলন ৪০টি উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করেন। 



২০১৫ সালে সিএবি (Cricket Association of Bengal) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই, ২০১৬ সালে ক্লাব হাউসের লোয়ার টিয়ারে 'ইডেন বেল' বসিয়েছিলেন মহারাজ। ঐতিহ্যবাহী 'লর্ডস বেল'এর আদলে এই 'ইডেন বেল' বসানো হয়েছিল। ২০১৬ সালের নভেম্বরে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টের সময় 'ইডেন বেল'এর উদ্বোধন করা হয়। প্রথমবার বেল বাজিয়েছিলেন কপিল দেব।


এরপর সুনীল গাভাসকর, নাসির হুসেন, মহম্মদ আজহারউদ্দিন ছাড়াও কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দ পর্যন্ত 'ইডেন বেল' বাজিয়েছিলেন। এমনকী ২০১৯ সালে ভারত বনাম বাংলাদেশ গোলাপি বলের টেস্টের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় 'ইডেন বেল' বাজিয়েছিলেন। সৌরভ নিজেও এই ঘণ্টা বাজিয়েছেন গতবছর নভেম্বরে। ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচের আগে সৌরভ এই বেল বাজান।


আরও পড়ুন: ICC Test Rankings: শীর্ষেই Jadeja, প্রথম দশে অনড় Rohit,Virat, Bumrah, Ashwin


আরও পড়ুনDinesh Karthik-Shoaib Akhtar: 'ব্যক্তিগত জীবনের ধাক্কা সামলেই এই প্রত্যাবর্তন! ওয়েল ডান কার্তিক'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)