নিজস্ব প্রতিবেদন :  নূ ক্যাম্পে অ্যান্তোনিও গ্রিজম্যানের অভিষেক ম্যাচে জয় পেল বার্সেলোনা। আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে হুয়ান গ্যাম্পার ট্রফি জিতে নিল স্প্যানিশ জায়ান্টরা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, প্রাক্তন ফুটবলার এবং সভাপতি হুয়ান গ্যাম্পারের নামানুসারে মরশুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে থাকে বার্সেলোনা। রবিবার নূ ক্যাম্পে হুয়ান গ্যাম্পার ট্রফির ৫৪তম সংস্করণে মুখোমুখি হয়েছিল ইপিএলের দল আর্সেনাল এবং বার্সেলোনা। নতুন মরশুমে বার্সেলোনার দুই নতুন রিক্রুট গ্রিজম্যান এবং ফ্র্যাঙ্কি দে জঙকে দেখার জন্য নূ ক্যাম্প ভরিয়েছিলেন প্রায় এক লক্ষ দর্শক। মাঠে না নামলেও খেলার শুরুতেই মাঠ ভর্তি সমর্থকদের সামনে মরশুম শুরুর আগে নিজের বক্তব্য রাখেন লিওনেল মেসি।



ম্যাচ শুরুর ৩৬ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। আউবামেয়াঙের গোলে এগিয়ে যায় গানাররা।  এরপর দ্বিতীয়ার্ধে নাইলসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সেলোনা। আর খেলার শেষ মিনিটে বার্সার জয় নিশ্চিত করেন লুই সুয়ারেজ।



সের্গি রবের্তোর উঁচু করে বাড়ানো বল দারুন ভলিতে জয়সূচক গোলটি করেন বার্সার উরুগুয়ে তারকা।    


আরও পড়ুন - FA Community Shield 2019: লিভারপুলকে হারিয়ে মরশুমের প্রথম ট্রফি জিতে নিল ম্যাঞ্চেস্টার সিটি