জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব ফুটবলে লিওনেল মেসি (Lionel Messi)-লুইস সুয়ারেজের (Luis Suarez) বন্ধুত্বের উদাহরণ দেওয়া হয়। বার্সেলোনায় (Barcelona FC) খেলার সময় মেসি ও সুয়ারেজের বোঝাপড়ার সৌজন্যে অনেক ম্যাচ জিতেছিল তাঁদের পুরনো দল। তবে কালের নিয়মে আর্জেন্টিনা (Argentina) ও উরুগুয়ের (Uruguay) তারকার পথ এখন একেবারে আলাদা। তবে এতে বন্ধুত্বে পলি জমেনি। আর তাই তো বন্ধু মেসির প্রসঙ্গ উঠলেই সুয়ারেজের আবেগ ঝরে পড়ে। বলে ওঠেন, "আমরা একসঙ্গে অবসর নেওয়ার স্বপ্ন দেখি।" 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উরুগুয়ের টিভি চ্যানেলকে সুয়ারেজ বলেছেন, "আমরা যখন বার্সেলোনায় ছিলাম, তখনই অবসর নিয়ে পরিকল্পনা করেছিলাম। বার্সা ছেড়ে আমি অ্যাটলেটিকো মাদ্রিদে (Atletico Madrid)যাই। মেসি চলে যায় পিএসজি-তে (Paris Saint Germain)। তখনই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) যাব বলে স্থির করেছিলাম। কিন্তু সেই সময় তা সম্ভব হচ্ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে মেসিকে সুখি বলেই মনে হচ্ছে। আশাকরি একসময় আমরা যা পরিকল্পনা করেছিলাম, সেটা সম্ভব হবে।" 


আরও পড়ুন: Lionel Messi And David Beckham: মাঠে গোল করেই মিয়ামির জনপ্রিয় রেস্তোরাঁয় সস্ত্রীক মেসি, সঙ্গী ভিক্টোরিয়ার সঙ্গে বেকস


আরও পড়ুন: Lionel Messi And Diego Maradona: 'আইডল' মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে পরবর্তী বিশ্বকাপ খেলার জল্পনা উসকে দিলেন মেসি


দু'জনের কাছেই বার্সা এখন অতীত। প্যারিস সাঁ জাঁ ছেড়ে 'এল এম টেন'-এর (LM 10) নতুন ঠিকানা এখন ইন্টার মায়ামি (Inter Miami)। সেখানে আবার বার্সেলোনার প্রাক্তন ফুটবলার সের্জিও বুস্কেটস ও জর্ডি আলবাও যোগ দিয়েছেন। জল্পনা ছড়িয়েছিল, সুয়ারেজও নাকি মেজর লিগ সকারের (Major League Soccer) এই বিখ্যাত ক্লাবে যোগ দিতে পারেন। তবে এবার আর মেসির সঙ্গে ড্রেসিংরুমে থাকার সুযোগ পেলেন না। বরং সুয়ারেজ ব্রাজিলের অন্যতম ক্লাব গ্রেমিও-তে (Gremio) খেলছেন। তবুও প্রিয় বন্ধুর সঙ্গে ফুটবল কেরিয়ার শেষ করার স্বপ্ন দেখেন উরুগুয়ের এই বিতর্কিত স্ট্রাইকার। নতুন মরসুমের গোড়ার দিকে গ্রেমিওর সঙ্গে ইন্টার মায়ামির কথাবার্তা এগোলেও এখন দুই ক্লাবের কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে ইন্টার মায়ামিতে কিন্তু সুয়ারেজ শেষ পর্যন্ত সই করবেন কিনা, তা স্পষ্ট নয়। তবুও নিজের ইচ্ছের কথা অকপটে জানালেন সুয়ারেজ। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)