নিজস্ব প্রতিবেদন : ডনের দেশে যেন দুঃস্বপ্নের সফর চলছে কেএল রাহুলের। লাল বলে রান পাচ্ছেন না তিনি। আঠারোর ব্যর্থতা ঝেড়ে ফেলে উনিশেও সনাতনী ক্রিকেটে রান পেলেন না রাহুল। সিডনিতে শেষ টেস্টে সুযোগ পেয়েও ব্যর্থ হলেন। মাত্র ৯ রান করে আউট হলেন তিনি। তারপরের টুইটারে ঝড় উঠল। রীতিমতো ট্রোল হলেন রাহুল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - পূজারার অপরাজিত শতরানে ভর করে সিডনিতে বড় রানের লক্ষ্যে টিম ইন্ডিয়া


অ্যাডিলেডে প্রথম টেস্টে ২ ও ৪৪ রান করেন রাহুল। পারথে দ্বিতীয় টেস্টে ২ এবং ০ রান করেন তিনি। মেলবোর্নে তৃতীয় টেস্টে বাদ পড়েন। কিন্তু রোহিত শর্মা দেশে ফিরে যাওয়ায় চতুর্থ টেস্টে সিডনিতে আরও একটা লাইফ লাইন পেয়ে যান রাহুল। এই রকম একটা সুযোগ নিশ্চয়ই কাজে লাগাতে চাইবেন অফ ফর্মে থাকা যে কোনও ব্যাটসম্যান। রাহুল কিন্তু সেটাও পারলেন না। শেষ টেস্টে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না কেএল রাহুল। মায়াঙ্ক আগরয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন দীর্ঘদিনের বন্ধু রাহুল। কিন্তু ব্যক্তিগত ৯ রানে হ্যাজেলউডের বলে শন মার্শের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। খেললেন মাত্র ৬টি বল।



রাহুলের আউট হওয়ার ধরণ দেখে ক্রিকেটফ্যানরা তো রীতিমতো বিরক্ত। শুধু তাই নয়, তাঁকে নিয়ে তো মস্করা করছেন ভক্তরা।



কেউ লিখেছেন, ''ভারতে সকালে পাঁচটায় ঘুম থেকে উঠলাম দেখলাম ৯ মিনিটে আউট কেএল রাহুল।''



আবার কেউ লিখেছেন, ''আমি ভোর পাঁচটার সময় উঠে দেখি কেএল রাহুল যেন তার বিদায়ী টেস্ট ম্যাচ খেলছে।''



আর এক ক্রিকেট ভক্ত তো বলেই দিয়েছেন, ''এই ঠাণ্ডায় ভোর পাঁচটায় উঠলাম এই দেখতে, যে আবার ব্যর্থ রাহুল। কেন? উমেশ যাদবও যদি ওপেন করে এর চেয়ে ভালো হবে।''



একজন তো বোতল ওপেনারের ছবি দিয়ে লিখেছেন, ''কেএল রাহুলের থেকে ভালো ওপেনার।''



আর এক ভক্ত লিখেছেন, ''জল ফুটছে, আমার ম্যাগি এখনও তৈরি হয়নি।''



টম ও জেরির ছবি দিয়ে আবার একজন টুইট করে লিখেছেন ফর্মে ফেরার চেষ্টা করছেন রাহুল ..



তবে সিডনিতে তাড়াতাড়ি আউট হওয়ার ঘণ্টা খানেক পরেই নেটে ব্যাট হাতে নেমে পড়েন রাহুল। সিডনিতে দ্বিতীয় ইনিংসেই যে তার সামনে শেষ সুযোগ সেটা ভালোমতোই বুঝে গিয়েছেন কেএল রাহুলও।