Maha Shivratri 2022: মহাদেবের ভক্ত রায়না-শেহওয়াগ, শিবরাত্রির শুভেচ্ছা জানালেন ভক্তদের
আজ দেশ জুড়ে পুণ্যার্থীরা মেতেছেন শিবের আরাধনায়।
নিজস্ব প্রতিবেদন: দেশ জুড়ে পালিত হচ্ছে মহা শিবরাত্রি (Maha Shivratri 2022)। মঙ্গলবার অর্থাৎ আজ দেবাদিদেব মহাদেবের আরাধনায় মেতেছেন পুণ্যার্থীরা। শিব ভক্ত ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) ও সুরেশ রায়না (Suresh Raina)। এদিন মন্দিরে গিয়ে শিবের মাথায় দুধ ঢেলে রায়না ভক্তদের শুভেচ্ছা জানালেন বিশেষ দিনের জন্য়। অন্য়দিকে শেহওয়াগ কোয়েম্বাটোরের আদি যোগী শিবের মূর্তির সামনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করলেন। শেহওয়াগ লিখলেন, "যে বন্ধনে আবদ্ধ সে জীব, যে বন্ধন মুক্ত সে শিব।"
শিব একটু গঙ্গাজল আর বেলপাতাতেই তুষ্ট হন। নানা দেবতার পূজাবিধি নানারকম-- জটিল, বিচিত্র, দীর্ঘ। কিন্তু শিবপুজো বরাবরের জন্য সহজ-সরল। শিবরাত্রির রাত্রে চার প্রহর জুড়ে শিবপুজোর বিধি। চার প্রহরের চাররকম মন্ত্রও রয়েছে। সেই মন্ত্র দিয়েই পুজোর বিধি। শাস্ত্রবিশেষজ্ঞেরা বলে থাকেন-- প্রথম প্রহরের মন্ত্র হল--'হৃীং ঈশানায় নমঃ'। এই মন্ত্র জপের সঙ্গে সঙ্গে দুধ সহযোগে মহাদেবের অভিষেক করা বিধি।
এরপর দ্বিতীয় প্রহরের মন্ত্র। সেটি হল--'হৃীং অঘোরায় মন্ত্র'। এই মন্ত্র জপ করে দই দিয়ে মহেশ্বরের অভিষেকের রীতি। তৃতীয় প্রহরের মন্ত্র হল--'হৃীং বামদেবায় নমঃ' মন্ত্র। এই মন্ত্রটি জপ করে ঘি দিয়ে শিবের অভিষেক বিধেয়। এরপর চতুর্থ প্রহরের মন্ত্র। সেটি হল-- 'হৃীং সাধ্যোজাতায় নমঃ'। এই মন্ত্র জপের সঙ্গে মধু দিয়ে দেবাদিদেবের অভিষেক করা হয়। রয়েছে পুষ্পাঞ্জলির বিধিও।
চন্দনচর্চিত পুষ্প ও বেলপাতা নিয়ে এই মন্ত্রে এক, তিন অথবা পাঁচ বার অঞ্জলি দিতে হয়। পুষ্পাঞ্জলির মন্ত্রটি এই রকম: 'ওঁ নমো শিবায় এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলি নমো শিবায় নমঃ।'বলা হয় এই ভাবে বিধিসম্মত রীতিতে পুজো সারলে মহাদেবের কৃপা লাভ হয়।
আরও পড়ুন: Siddharth Mohite: নাগাড়ে ৫০ ঘণ্টা ব্যাটিং! মুম্বইয়ের ব্যাটারের এখন চোখ নতুন বিশ্বরেকর্ডে
আরও পড়ুন: Ashton Agar: 'পাকিস্তানে এলে বেঁচে ফিরবেন না', অজি ক্রিকেটার পেলেন মৃত্যুর হুমকি!