নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক ক্রীড়া জগতে অনেকেই জার্সি নম্বর ৭ গায়ে চাপিয়ে মাঠে নামেন। ভবিষ্যতেও এই নম্বরের জার্সি পরবেন। কিন্তু এই বিশেষ ৭ নম্বর জার্সি যেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) কাছে সমার্থক হয়ে গিয়েছে। কেন সাত নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামেন সিআর সেভেন? সেটা সবার কাছে অজানা। তবে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) একটি অনুষ্ঠানে 'ক্যাপ্টেন কুল' তাঁর ৭ নম্বর জার্সির প্রতি প্রেম জানিয়ে দিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৪ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন ধোনি। সেই প্রথম ম্যাচ থেকে ৭ নম্বর জার্সি তাঁর সঙ্গী। সেই নম্বরের জার্সি তিনি এখনও গায়ে চাপিয়ে চলেছেন। তবে এর নেপথ্যে কোনও সংস্কার নেই। বরং রয়েছে সংখ্যাতত্বের এক গল্প। 


 



সিএসকে-এর একটি অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে ধোনি বলেন, "আমার কেরিয়ারের শুরুর দিক থেকেই ৭ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতাম। তখন থেকে অনেক জিজ্ঞেস করত ,'আচ্ছা ৭ কি আপনার লাকি নম্বর?' তবে এখানে লাকি নম্বরের কোনও গল্প নেই। আসলে আমার জন্ম ৭ জুলাই। জুলাই আবার বছরের সপ্তম মাস। সেইজন্য ৭ নম্বর জার্সিকে বেছে নিয়েছিলাম। সেটা এখনও বহন করে চলেছি।"  


তবে এই ৭ নম্বর জার্সি গায়ে চাপানোর সুযোগ কিন্তু শুরু থেকে ছিল না। পুরানো সেই দিনের কথা মনে করে ধোনি ফের যোগ করেন, "আমার জন্ম ১৯৮১ সালে। তাই ভারতীয় দলে যোগ দেওয়ার পর আমাকে ৮১ নম্বর জার্সি দেওয়ার কথা ভাবা হয়েছিল। তবে আমি রাজি হইনি। কারণ ৮ থেকে ১ বিয়োগ করলে ফল সেই ৭ দাঁড়ায়। সেইজন্য অনেক ভাবনাচিন্তা করে ৭ নম্বর বেছে নিয়েছিলাম। সেই নম্বর গায়ে চাপিয়ে অনেক সম্মান অর্জন করেছি। তাই এই ৭ নম্বর আমার খুব কাছের। এবং আজীবন আগলে রাখব।" 


এই ৭ নম্বর জার্সি গায়ে চাপিয়ে বাইশ গজের যুদ্ধে একের পর এক মুহূর্ত গড়েছেন মাহি। টিম ইন্ডিয়া তাঁর নেতৃত্বে তিনটি আইসিসি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। প্রিয় চেন্নাই তাঁর অধিনায়কত্বে চারবার আইপিএল জয়ী হয়েছে। পেয়েছেন ফিনিশারের তকমা। তাই এই বিশেষ ৭ নম্বর জার্সিকে নিজের সন্তান জিভার মতো বুকের মাঝে জড়িয়ে রাখতে চান বিশ্বকাপ জয়ী অধিনায়ক।  


আরও পড়ুন: IPL 2022: Mahendra Singh Dhoni-র ঘরে এক নম্বর কে? জানতে পড়ুন


আরও পড়ুন: IPL 2022: চোট সারিয়ে দলে Ruturaj Gaikwad, স্বস্তি পেলেন Mahendra Singh Dhoni


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)