Mahendra Singh Dhoni: কেমন ছিলেন মারমুখী মেজাজের MS Dhoni? অজানা গল্প শোনালেন Wriddhiman Saha
সিএবি আয়োজিত পি সেন মেমোরিয়াল প্রতিযোগিতায় শ্যামবাজারের হয়ে খেলতে নেমে বাইশ গজে ঝড় তুলেছিলেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক।
নিজস্ব প্রতিবেদন: ঠিক ১৭ বছর আগের কথা। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে একদিনের ক্রিকেটে মন খারাপ করে দেওয়া অভিষেক ঘটিয়ে ফেলেছেন। কেরিয়ারের পঞ্চম একদিনের ম্যাচে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে সেই মহাকাব্যিক মারমুখী ১৪৮ রানের ইনিংস খেলে জাত চিনিয়েছিলেন নিজের। মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ব্যাট হাতে ধামাকা দেখে ফেলেছে ক্রিকেট দুনিয়া। এমনই প্রেক্ষাপটে সোনালী চুলের মাহি খেলতে এসেছিলেন কলকাতায়। সিএবি (CAB) আয়োজিত পি সেন মেমোরিয়াল প্রতিযোগিতায় শ্যামবাজারের হয়ে খেলতে নেমে বাইশ গজে ঝড় তুলেছিলেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক। ধোনির সেই বিস্ফোরক ইনিংসের গল্প ময়দানের সবাই জানে। ফের একবার ইনিংসের অজানা গল্প শোনালেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) টুইটারে সেই ভিডিও তুলে ধরা হয়েছে।
পাপালি বলছেন, 'ধোনি ভাইকে পুরো দুনিয়া চেনে। আমি অবশ্য অনেক আগে থেকেই ওকে চিনতাম। সেটা ২০০৫-০৬ মরশুমের কথা। আমরা পি সেন মেমোরিয়াল প্রতিযোগিতায় এক দলে খেলেছিলাম। সেই সময় আমি শ্যামবাজারের হয়ে ক্লাব ক্রিকেট খেলতাম। সিএবি পরিচালিত সেই আমন্ত্রণী প্রতিযোগিতায় মাহি ভাই আমাদের হয়ে খেলেছিল। কারণ সেই ক্লাবের কর্তাদের সঙ্গে মাহি ভাইয়ের দারুণ সম্পর্ক ছিল।"
এরপরেই সেই ম্যাচের গল্প শোনালেন বঙ্গ উইকেটকিপার। পাপালি যোগ করলেন, "ধোনি ভাই সেই সময় খুব মেরে ব্যাট করত। যতদূর মনে পড়ছে ইডেনে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে আমাদের ম্যাচ ছিল। আমি ও মাহি ভাই ওপেন করেছিলাম। আমিও শুরু থেকে মেরে খেলতে ভালবাসি। সেই ম্যাচেও মেরে খেলছিলাম। ফলে ধোনি ভাই স্ট্রাইক পাচ্ছিল না। একটা সময় স্কোরবোর্ডে দেখলাম আমার রান ৩৬। ধোনি ভাই ৯ রানে দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় আমাকে বলল, 'একটা খুচরো রান নিয়ে আমাকে স্ট্রাইক দাও।' এরপর আমি ৪১ রানে দাঁড়িয়ে ছিলাম। দেখলাম ধোনি ভাইয়ের সেঞ্চুরি হয়ে গেল! গত কয়েক বছরে ওর থেকে অনেক কিছু শিখেছি। খেলার সময় আমাদের মানসিকতা একই রকম থাকে।"
সেখান থেকেই দুজনের সম্পর্কের শুরু। এরপর ২০১০ সালে ধোনির নেতৃত্বে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন ঋদ্ধি। চেন্নাই সুপার কিংসে থাকার সুবাদে অনেকটা সময় দুজন একসঙ্গে কাটিয়েছেন।
সেই অভিজ্ঞতা থেকে ঋদ্ধি বলছেন, "ওর নেতৃত্বে দেশের হয়ে খেলেছি। সিএসকে-তেও মাহি ভাই আমার অধিনায়ক ছিল। ফলে ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। ক্রিকেট সম্পর্কে অনেক কিছু জেনেছি। কিপার ও ব্যাটার হিসেবে ওর কাছ থেকে অনেক টিপস পেয়েছি। তাছাড়া আমরা দুজনই খুব শান্ত স্বভাবের। ওর মতোই চুপচাপ থেকে নিজের কাজ করতে ভালবাসি।"
চলতি আইপিএল-এ এই প্রথমবার মাঠে নেমেছিলেন ঋদ্ধি। ওপেন করতে নেমে ১১ রান করলেন। তবে তাই বলে চেন্নাইকে হারাতে বেগ পেতে হয়নি। ডেভিড মিলার ও রাশিদ খানের ব্যাটিং বিস্ফোরণের জন্য তিন উইকেটে ম্যাচ জিতে যায় গুজরাত।
আরও পড়ুন: Cheteshwar Pujara: Team India থেকে বাদ গিয়ে দ্বিশতরান করে জবাব দিলেন 'চে পূজারা'