নিজস্ব প্রতিবেদন: লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের প্রেক্ষিতে TikTok, UC Browser, Helo-সহ ৫৯টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র! এবার সেই তালিকায় যুক্ত হতে পারে নেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় খেলা PUBG। কড়া নজরদারি রয়েছে, যে কোনও সময় নিষেধাজ্ঞা জারি হতে পারে। আর এমনটা হলে কি করবেন মহেন্দ্র সিং ধোনি? PUBG নিষিদ্ধ হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন মাহি। এমনটাই জানিয়েছেন তাঁর স্ত্রী সাক্ষী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ধোনির আইপিএল দল চেন্নাই সুপার কিংস-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাক্ষী বলেন, "PUBG নিয়েই এখন বেশিরভাগ সময় কাটে তার (ধোনি)। ক্রিকেট নেই বলে এখন ও পাবজি খেলে নিজেকে ব্যস্ত রাখতে চায়। লকডাউনের সময় ধোনি এতটাই PUBG-তে মজে ছিল যে ঘুমোতে যাবার সময়ও সে PUBG সঙ্গে নিয়ে যেত... এমনকি ঘুমের মধ্যেও PUBG নিয়ে বিড় বিড় করে নানা কথা বলত।"



আরও পড়ুন- ব্রডের ৫০০ উইকেট; মাস্টার ব্লাস্টারের টুইটে মন ছুঁয়ে গেল