নিজস্ব প্রতিবেদন: চিন্তা নেই হয়ে যাবে। আমি চাই ইস্টবেঙ্গল (East Bengal) আইএসএল (ISL) খেলুক। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'খেলা হবে' প্রকল্পের সূচনা অনুষ্ঠানে আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিন মুখ্যমন্ত্রী বলেন,'মোহনবাগান আইএসএলে খেলছে। চুক্তি ঠিক আছে নো প্রবলেম। ইস্টবেঙ্গলের কি মনটা একটু খারাপ? কারা আছে ইস্টবেঙ্গলের? চিন্তা নেই হয়ে যাবে। চুক্তি নিয়ে একটু ঝগড়াঝাটি হচ্ছে। একটু মনোমালিন্য হচ্ছে। আমি চাই ইস্টবেঙ্গলও আইএসএলে খেলুক। মোহনবাগানও খেলুক।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি নিয়ে ইস্টবেঙ্গল (East Bengal) কর্তাদের নমনীয় হওয়ার পরামর্শও দেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি হচ্ছেই। একটু ছেড়ে খেলুন। আশা করি আইএসএল খেলবেন। অন্তত আমি যতদূর জানি। ৫ বছরের জন্য দায়িত্ব নেবে এটাও তো মুখের কথা নয়। সদস্যপদ তো অনুমোদন দিয়েছে। ৫০ কোটি টাকা লাগে। তাদের অনেক করে বলে রাজি করানো হয়েছে। যেটুকু টুকটাক সমস্যা আছে তাও সমাধান হয়ে যাবে। আমি আশা করি যে আপনাদের মুখে হাসি ফুটবে। আপনারাও আইএসএল খেলবেন।   


গতবারও আইএসএল থেকে বাদ পড়ার উপক্রম হয়েছিল ইস্টবেঙ্গলের (East Bengal)। এগিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি হয়েছিল লাল হলুদের। সে কথা স্মরণ করিয়ে এ দিন মমতা (Mamata Banerjee) বলেন,'আগেরবারও শেষ মুহূর্তে হস্তক্ষেপ করেছিলাম। উপায় ছিল না। বাংলার ক্লাব বলে কথা। মোহনবাগান আগেই করে নিয়েছিল। এবারও আপনাদের বলতে পারি একটু ছাড়াছাড়ি করে রাখুন। সব ঠিক হয়ে যাবে।'


২১ জুলাই কর্তাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে বিক্ষোভ দেখান সমর্থকরা। ওই দিন বিক্ষুব্ধদের উপরে লাঠিচার্জ করে পুলিস। সেই সময় লাল হলুদ সমর্থকদের আশ্রয় দিতে দরজা খুলে দিয়েছিল মোহনবাগান। ওই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন,'সেদিন আপনাদের সমর্থকদের আসার জন্য ক্লাবের দরজা খুলে দিয়েছিল মোহনবাগান। আমি মনে করি, এই সম্পর্ক বজায় রাখা উচিত। প্রতিযোগিতা, প্রতিযোগিতার আর ভালোবাসা ভালোবাসার জায়গায়। খেলাধুলোর মধ্যে দিয়ে একে অপরকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আমি চাই মহামেডানও আইএসএল খেলুক। সুলতান বেঁচে নেই। ওদের ক্লাবটারও গুরুত্ব আছে।'


আরও পড়ুন- বিভিন্ন রাজ্য ও সংসদে স্লোগান উঠছে, এটা বাংলার গর্ব, এবার সারা দেশে খেলা হবে: Mamata


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)