নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল (UEFA Champions League Final)।  পর্তুগালের এস্তাদিও দো দ্রাগাও (এফসি পোর্তোর ঘরের মাঠ) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) ম্যাঞ্চেস্টার সিটি ও থমাস টাচেলের (Thomas Tuchel) চেলসি (Chelsea)। আপামোর ফুটবল ফ্যানেরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কখন শুরু হবে ম্যাচ। ফেসবুকেও তার প্রতিফলন দেখা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ পর্যন্ত ইউরোপ সেরা হওয়ার খেতাব জেতেনি লন্ডনের বিশ্ববন্দিত ম্যান সিটি। অন্যদিকে চেলসি ২০১২ সালে একবারই এই ট্রফি ঘরে নিয়েছে। 'অল ইংল্যান্ড ফাইনাল'-এ ম্যান সিটিকেই এগিয়ে রাখছেন অনেকে। কিন্তু টাচেলেরে চেলসিও চমকে দিতে পারে বলেই মত অনেকের। এই প্রতিবেদনেই রইল কখন আর কোথায় কীভাবে দেখা যাবে এই মহারণ।


আরও পড়ুন: Andrea Pirlo যেতেই চলে এলেন Massimiliano Allegri, ফের Juventus তাঁর দায়িত্বে




কোথায় আর কখন ম্যান সিটি বনাম চেলসির চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শুরু হবে?


ভারতীয় সময় আজ রাতে ১২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ।


কোন চ্যানেলে ম্যান সিটি বনাম চেলসির চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখাবে?


ভারতে সনি টেন টু (Sony Ten2) ও সনি টেন থ্রি-তে (Sony Ten3) ইংরাজি ও হিন্দিতে দেখা যাবে ম্যাচ।


অনলাইনে কীভাবে ম্যান সিটি বনাম চেলসির চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ দেখা যাবে?


সনি লিভ অ্যাপে (SonyLiv App) ও ওয়েবসাইটে দেখা যাবে।


ম্যাঞ্চেস্টার সিটির সম্ভাব্য একাদশ: এডারসন (Ederson), ওয়াকার (Walker), ডিয়াস (Dias), স্টোনস (Stones), জিনচেঙ্কো (Zinchenko), ফার্নান্দিনহো (Fernandinho), বার্নাডো সিলভা (Bernardo Silva), গুন্দোগান (Gundogan), কেভিন ডি ব্রুইন (Kevin De Bruyne), মাহরেজ (Mahrez) ও ফোডেন (Foden)


চেলসির সম্ভাব্য একাদশ: মেন্ডি (Mendy), জেমস (James), উজপিলিকুয়েতা (Azpilicueta), সিলভা (Silva), রুডিগার (Rudiger), জর্জিনহো (Jorginho), কান্তে (Kante), চিলওয়েল (Chilwell), মাউন্ট (Mount), ওয়ের্নার (Werner) ও হ্যাভার্টজ (Havertz).