ব্রাজিলের আত্মঘাতী গোলে আনন্দে আত্মহারা ম্যান ইউ সমর্থক কুল
বেলজিয়ামের বিরুদ্ধে ‘ব্রাজিলের ২ গোল’। প্রথমটাই আত্মঘাতী। যার কৃতিত্ব একা ফার্নান্দিনহো নিতে পারবেন না। এই ‘সুইসাডে’ তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন তাঁর ম্যান সিটির সতীর্থ গ্যাবরিয়েল জেসুসও।
নিজস্ব প্রতিবেদন: ফার্নান্দিনহো লুইজ রোজা। বয়স ২৫। তারকা খচিত ব্রাজিলের নির্ভর যোগ্য মিডিও। বেলজিয়াম ম্যাচের পর যদিও এই অন্ধ বিশ্বাসটা করা যাচ্ছে না। কারণ, তাঁর আত্মঘাতী গোল। কার্ড সমস্যার কারণে হ্যাজার্ড, লুকাকুদের বিরুদ্ধে নামতে পারেননি কাসেমিরো। তাঁর বদলি তিতের পছন্দের ফার্নান্দিনহোই ডোবাল ব্রাজিলকে।
আরও পড়ুন- ‘নেইমার অভিনেতা নন, বিশ্বের সেরা ফুটবলার হওয়ার ক্ষমতা ওর আছে’
বেলজিয়ামের বিরুদ্ধে ‘ব্রাজিলের ২ গোল’। প্রথমটাই আত্মঘাতী। যার কৃতিত্ব একা ফার্নান্দিনহো নিতে পারবেন না। এই ‘সুইসাইড’-এ তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন তাঁর ম্যান সিটির সতীর্থ গ্যাবরিয়েল জেসুসও। যা নিয়ে কার্যত উত্সবে মেতেছে ম্যান ইউ সমর্থকরা। চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানঞ্চেস্টার সিটির দুই তারকা বিশ্বকাপের মঞ্চেও এমন করে দলকে ডোবাতে পারে, এটা দেখে আনন্দে আত্মহারা ম্যানঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থক কুল। টুইটার ভাসছে সেই আনন্দের জোয়ারেই।