নিজস্ব প্রতিবেদন : খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না আর্সেনালের। কোচ বদলালেও সাফল্য আসছে না গানার্সদের। অন্তর্বর্তীকালীন কোচ ফ্রেডি এলজুনবার্গ দায়িত্ব নিলেও তাদের ব্যর্থতা যেন কাটতেই চাইছে না। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে৩-০ গোলে উড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার সিটি।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গানার্সদের ঘরের মাঠেই তাদের বিধ্বস্ত করলেন ডিব্রুইন-স্টার্লিংরা। প্রথমার্ধেই আর্সেনালের জালে তিন গোল দিয়ে ম্যাচ পকেটে পুরে নেয় গুয়ার্দিওয়ালার ছেলেরা। ম্যান সিটি কোচ হিসেবে এটি ছিল গুয়ার্দিওয়ালার ২০০ তম ম্যাচ। সেই ম্যাচে নায়ক কেভিন ডি'ব্রুইন। ম্যাচ শুরুর দু মিনিটের মধ্যেই বেলজিয়ান ফুটবলার কেভিন ডিব্রুইনের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। ১৫ মিনিটে ব্যবধান ২-০ করেন রহিম স্টার্লিং। ৪০ মিনিটে আর্সেনালের হার নিশ্চিত করে দেয় ডিব্রুইনের দ্বিতীয় গোল।


আরও পড়ুন- ইউরোপে গোলের নতুন মাইলস্টোন গড়লেন রোনাল্ডো!


আর্সেনালকে ৩-০ গোলে হারিয়ে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ইপিএলের লিগ টেবিলে তিন নম্বরে রয়েছে ম্য়াঞ্চেস্টার সিটি। সমসংখ্যক ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। ২২ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে লিগ টেবিলে ৯ নম্বরে।