জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি। কিন্তু সে স্বপ্ন অধরাই রয়ে গেল নিউক্যাসলের কাছে। বরং ফাইনালে শেষ হাসি হাসল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রায় ছ'বছর পর ফের ট্রফি ছোঁয়ার আস্বাদ পেল ম্যান ইউ৷ ২-০ গোলে নিউক্যাসলকে হারিয়ে দীর্ঘ দিন পর শিরোপা উদযাপন করল রেড ডেভিলস। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সবশেষ শিরোপা জিতেছিল ২০১৬-১৭ এ। এরপর অর্ধযুগ কেটে গেলেও ট্রফি অধরাই ছিল। সাউদাম্পটনকে হারিয়ে সর্বশেষ শিরোপা জিতেছিল ম্যাঞ্চেস্টার। এবার এরিক টেন হাগের হাত ধরে কাটল ট্রফির খরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, AUS vs SA | Women’s T20 World Cup 2023 Final: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বসেরা অস্ট্রেলিয়া


ওয়েম্বলিতে লিগ কাপের ফাইনালে মুখোমুখি হয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড–নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের ৩৩তম মিনিটে বাঁ দিক থেকে  ফ্রি কিকে ডি-বক্সে ক্রস বাড়ান লুক শ। কোনাকুনি হেডে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরো। তাঁর গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এগিয়ে যাওয়ার কয়েক মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয় সভেন বোটমানের আত্মঘাতী গোলে। 


প্রথম গোলের মিনিট ছয়েক পর ডাচ ফরোয়ার্ড ভাউট বেহর্স্টের ছোট করে দেওয়া থ্রু বল ডি-বক্সে ধরে বাঁ পায়ের কোনাকুনি শট নেন র‌্যাশফোর্ড, বল ডাচ ডিফেন্ডার বোটমানের পায়ে লেগে জালে জড়ায়। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ব্যবধান দ্বিগুণ হয় এই আত্মঘাতী গোলে। দ্বিতীয়ার্ধের চাপ বাড়ায় নিউক্যাসল। কিন্তু গোলের দেখা পায়নি। রেফারির শেষ বাঁশিতে উল্লাসে মাতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলাররা।


নিউক্যাসলকে হারিয়ে শিরোপা জিতে ইউনাইটেড লিগ কাপের তৃতীয় সফলতম দলে পরিণত হলো। নয়বার লিগ কাপের ফাইনালে খেলে ষষ্ঠবারের মতো শিরোপা জিতল তারা।



আরও পড়ুন, WATCH | Pilar Rubio: ইনি বিখ্যাত ফুটবলারের লাস্যময়ী স্ত্রী! মোট সম্পত্তির পরিমাণ জানলে চমকে যাবেন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)