নিজস্ব প্রতিবেদন: গত শনিবার ইপিএলে (Premier League) নরউইচ সিটির (Norwich City F.C) বিরুদ্ধে অসাধারণ হ্যাটট্রিক করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) বুঝিয়ে দিয়েছিলেন যে, ভিতরের আগুনটা এখনও জ্বলছে। কিন্তু এর ঠিক দু'দিন পরেই ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) মহারথীর মাথায় আকাশ ভেঙে পড়ে। শোকের ছায়া নেমে আসে পর্তুগিজ মহাতারকার জীবনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জানিয়ে দেন যে, তাঁর যমজ সন্তানের এক জনের মৃত্যু হয়েছে। গত অক্টোবরেই সিআর সেভেন এবং তাঁর পার্টনার জিওর্জিনা রড্রিগেজ জানিয়ে ছিলেন যে, তাঁদের যমজ সন্তান হতে চলেছে। তারই মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বেঁচে গিয়েছে কন্য়া সন্তান। শোকবিহ্বল রোনাল্ডো এই বিরাট শোক কাটিয়ে লিভারপুলের বিরুদ্ধে ম্যান ইউয়ের জার্সিতে মাঠে নামতে পারেননি।




ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলের কাছে ৪-০ গোলে হারার রাতে রোনাল্ডোর ক্লাব কিন্তু তাঁকে ভোলেনি। ক্লাবের কিংবদন্তির দুঃখের সময়ে পাশে রয়েছে রেড ডেভিলস। ম্যান ইউ টুইট করে জানিয়ে দেয় যে,  "তোমার যন্ত্রণা, আমাদের যন্ত্রণাও"! এমনকী মাঠে রোনাল্ডোর জার্সি নিয়ে আসেন এক লিভারপুলের সমর্থক। প্রতিপক্ষ ক্লাবও বুঝিয়ে দেয় যে, তাঁরা আছেন রোনাল্ডোর পাশে।


আরও পড়ুন: Musharraf Hossain Rubel-Samiur Rahman: প্রয়াত বাংলাদেশের দুই প্রাক্তন ক্রিকেটার!


আরও পড়ুন: Maria Sharapova: ৩৫-এ পা দিলেন টেনিসের গ্ল্যামকুইন মাশা, জন্মদিনে দিলেন সুখবর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)