নিজস্ব প্রতিবেদন: নতুন মরশুমে চাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া থেকে আর মাত্র ১ পয়েন্ট দূরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম চারটি দল সরাসরি চাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে। এই মুহূর্তে ৩ আর ৪ নম্বর স্থানের জন্য হাড্ডাহাড্ডি লড়াই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বুধবার রাতে ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে আটকে গিয়ে ৩ নম্বরে আছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের পয়েন্ট ৬৩। একই পয়েন্ট পেয়ে চার নম্বরে আছে চেলসি। ৬২ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে লেস্টার সিটি। চলতি মরশুমে ইপিএলের শেষ ম্যাচে ম্যান ইউ-র সামনে লেস্টার সিটি। সেই ম্যাচ ড্র করতে পারলেই প্রথম চারে শেষ করা নিশ্চিত সোলসজায়ারের দলের।



বুধবার ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল হজম করে পিছিয়ে পড়তে হয় ম্যান ইউ-কে। শেষ পর্যন্ত ৫১ মিনিটে গোল করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে সমতায় ফেরান ১৮ বছরের গ্রিনউড। সিনিয়র দলের হয়ে প্রথম মরশুমেই ১৭ গোল করে চমক দিয়েছেন ব্রিটিশ এই টিনেজার। ১৭ গোলের মধ্যে ১০টাই এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগে।


 


আরও পড়ুন - অ্যানফিল্ডে থ্রিলার! ৩০ বছর পর প্রিমিয়ার লিগ ট্রফি হাতে তুলল লিভারপুল