ওয়েব ডেস্ক: চেলসির ডেরায় ফিরতে চলেছেন হোসে মোরিনহো। তবে এবার ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবে। রবিবার রাতে ব্ল্যাকবার্ন রোভার্সকে দুই-এক গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠল ম্যান ইউ। আর শেষ আটের ম্যাচে রেড ডেভিলসের সামনে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে সেই হাইভোল্টেজ ম্যাচটা হবে সামনের মাসে। ব্ল্যাকবার্নের বিরুদ্ধে অবশ্য জিততে একটা সময় ঘাম ছুটে গেল মোরিনহো ব্রিগেডের। এফএ কাপের ম্যাচে পোগবা, ইব্রাহিমোভিচকে বেঞ্চে রেখে দল জানিয়েছিলেন স্পেশ্যান ওয়ান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আইপিএলের নিলামে দুধের সাধ ঘোলে মেটাতে হল কলকাতা নাইটরাইডার্সকে


ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে ম্যান ইউ। প্রথমার্ধেই মার্কোস র‍্যাশফোর্ডের গোলে সমতা ফেরায় রেড ডেভিলস। দ্বিতীয়ার্ধে দুই তারকা পোগবা ও ইব্রাহিমোভিচকে নামিয়ে দেন মোরিনহো। ম্যাচের পঁচাত্তর মিনিটে ম্যান ইউর জয়সূচক গোলটার ক্ষেত্রে বড় অবদান রাখলেন দুজনেই। পোগবার পাস থেকে গোল করে দলকে জেতালেন সুইডিস কিংবদন্তী।


আরও পড়ুন  মেসির শেষ মুহূর্তের গোলে লা লিগার ম্যাচে জয় পেল বার্সেলোনা