আইপিএলের নিলামে দুধের সাধ ঘোলে মেটাতে হল কলকাতা নাইটরাইডার্সকে

দশম আইপিএলের নিলামে দুধের সাধ ঘোলে মেটাতে হল কলকাতা নাইটরাইডার্সকে। বেন স্টোকসকে টার্গেট করেও পেল না তারা। কলকাতার টার্গেটকে নিলামে সর্বোচ্চ দর সাড়ে চোদ্দ কোটি টাকা দিয়ে নিয়ে নিল কলকাতারই শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার দল পুণে সুপার জায়েন্টস। বাধ্য হয়ে জামাইকার উঠতি অলরাউন্ডার রভম্যান পাওয়েল,ট্রেন্ট বোল্ট,ক্রিস ওকস,ডারেন ব্র্যাভো,কোল্টার নাইলকে নিলামে তুলে নিয়ে বিদেশির জায়গা ভরাট করল কলকাতা নাইট রাইডার্স।  কলকাতা নাইট রাইডার্স আগ্রহ না দেখালেও এবার দল পেলেন মনোজ তেওয়ারি।

Updated By: Feb 20, 2017, 11:12 PM IST
 আইপিএলের নিলামে দুধের সাধ ঘোলে মেটাতে হল কলকাতা নাইটরাইডার্সকে

ওয়েব ডেস্ক: দশম আইপিএলের নিলামে দুধের সাধ ঘোলে মেটাতে হল কলকাতা নাইটরাইডার্সকে। বেন স্টোকসকে টার্গেট করেও পেল না তারা। কলকাতার টার্গেটকে নিলামে সর্বোচ্চ দর সাড়ে চোদ্দ কোটি টাকা দিয়ে নিয়ে নিল কলকাতারই শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার দল পুণে সুপার জায়েন্টস। বাধ্য হয়ে জামাইকার উঠতি অলরাউন্ডার রভম্যান পাওয়েল,ট্রেন্ট বোল্ট,ক্রিস ওকস,ডারেন ব্র্যাভো,কোল্টার নাইলকে নিলামে তুলে নিয়ে বিদেশির জায়গা ভরাট করল কলকাতা নাইট রাইডার্স।  কলকাতা নাইট রাইডার্স আগ্রহ না দেখালেও এবার দল পেলেন মনোজ তেওয়ারি।

আরও পড়ুন একটি কোম্পানির সঙ্গে এত টাকার চুক্তি বিরাটের আগে কোনও ভারতীয় করেননি!

পুণে সুপারজায়েন্টস নিলামের অন্তিম লগ্নে দলে নেয় বাংলার অধিনায়ককে। ফলে দীর্ঘদিন পর বাংলার দুই সিনিয়র ক্রিকেটার মনোজ তেওয়ারি ও অশোক দিন্দাকে এবার আইপিএলে একই দলে খেলতে দেখা যাবে। এবারের আইপিএলের নিলামে  প্রথম দুই আফগান ক্রিকেটার মহম্মদ নবি ও রশিদ খান দল পেয়ে ইতিহাস গড়েছেন। দুজনকেই নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এবারের নিলামে  উল্লেখযোগ্যভাবে দল পাননি ভারতের নির্ভরযোগ্য পেসার ইশান্ত শর্মা।

আরও পড়ুন  প্রত্যেক অজি ক্রিকেটারের জন্য আলাদা আলাদা পরিকল্পনা তৈরি, বললেন রাহানে

.