নিজস্ব প্রতিবেদন :  রাশিয়া বিশ্বকাপে বিশেষজ্ঞদের ফেভারিটের তালিকায় রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেন। কিন্তু ইংল্যান্ডকে সেভাবে কেউ খেতাব জয়ের দাবিদার ধরছে না। উল্টোপথে হাঁটলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হোসে মোরিনহো। রাশিয়ায় তাঁর সেরা বাজি সেই ইংল্যান্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে 'আঙুল' বিতর্ক


ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে রয়েছেন-জেসি লিংগার্ড, অ্যাশলে ইয়ং, ফিল জোন্স, মার্কাস র‌্যাশফোর্ড। মোরিনহোর কথায়," আমি মনে করি, ইংল্যান্ড বিশ্বকাপ জিততে পারে। ওরা সবাই ভালো ফুটবলার। বয়স এবং অভিজ্ঞতার দিক থেকেও পরিণত। তারা বিশ্বের সেরা ঘরোয়া লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে তাই নয়, সবাই সেরা দলে খেলে। সবারই চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই আমি মনে করি, তারা পারবে।"


আরও পড়ুন- 'চুরি' গেল ব্রাজিলের প্রথম একাদশ


সেই সঙ্গে মোরিনহো মনে করিয়ে দেন, দলে শক্তি ও গভীরতা থাকলেও সব সময় সফল হওয়া যায় না। তাঁর মতে," ফেভারিট দলগুলোর ভালো স্কোয়াড আছে। কিন্তু ভালো খেলোয়াড়ই সবসময় ভালো দল তৈরি করে না। কখনও কখনও ভালো খেলোয়াড় না থাকলে বেশি ভালো দল তৈরি করা যায়।" তবে বড়সড় কোনও অঘটন ঘটবে বলে মনে করেন না মোরিনহো।