জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য ইতিমধ্যেই সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে (All India Football Federartion) নির্বাসিত করেছে ফিফা (FIFA)। এর মধ্যে দেশের ফুটবলপ্রেমীদের জন্য ভাল খবর দিলেন মণীশা কল্যান (Manisha Kalyan)। ভারতের প্রথম মহিলা ফুটবলার হিসাবে খেলে ফেললেন মহিলাদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League)। ফলে ইতিহাস গড়ে কিছুটা হলেও দেশের মানরক্ষা করলেন ভারতের মহিলা দলের (Indian Womens Football team) এই স্ট্রাইকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জাতীয় দলে খেলা ভারতের প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ খেলে ফেললেন। তাই মণীশাকে অভিনন্দন জানিয়েছেন টিম ইন্ডিয়ার গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু (Gurpreet Singh Sandhu)। গুরপ্রীত এর আগে নরওয়ের ক্লাবের হয়ে ইউরোপা লিগের যোগ্যতা অর্জন ম্যাচ খেলেছিলেন। ইউরোপে খেলতে গিয়ে মনীশা নজির গড়েছেন। তাই তাঁকে কুর্নিশ জানালেন গুরপ্রীত।



আরও পড়ুন: Bhaichung Bhutia, FIFA ban AIFF : সভাপতি পদে মনোনয়ন জমা দিয়ে কী বললেন 'পাহাড়ি বিছে'?


আরও পড়ুন: FIFA ban AIFF : কীভাবে এএফসি কাপে খেলতে পারেন এটিকে মোহনবাগান, গোকুলাম কেরালা এফসি? জেনে নিন



জাতীয় দলের হয়ে খেলা মনীশা, সাইপ্রাসের ক্লাব আপোলন লেডিজের (Apollon Ladies FC) জার্সি গায়ে প্রথমবার মাঠে নেমেছিলেন। বৃহস্পতিবার মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগে আপোলন লেডিজ ৯০ মিনিটের যুদ্ধে লাটভিয়ার রিগাসের (Latvian Riga) বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচে আপোলন জেতে ৩-০ ব্যবধানে। মনীশা ৬০ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নামেন। তিনি মাঠে নামতেই তৈরি হল ইতিহাস। মারিলেনা জর্জিউয়ের বিরুদ্ধে যখন মনীষা নামেন, তখন দল ২-০ এগিয়েছিল। আপোলনের হয়ে তৃতীয় গোল করেন এলশাদাই আচিম্পং। এই এলশাদাই গোকুলম কেরালার জার্সিতে মনীশার সঙ্গে খেলেছিলেন। 


২০ বছরের মনীশা ভারতের চতুর্থ মহিলা ফুটবলার হিসেবে বিদেশের ক্লাবে সই করেছেন। ভারতে মহিলাদের লিগে গোকুলমের হয়ে খেলার পাশাপাশি জাতীয় দলের হয়েও নজরকাড়া ফুটবল উপহার দিয়েছেন স্ট্রাইকার মনীশা। এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৭টি ম্যাচে ৪টি গোল করেছেন তিনি। গোকুলমের দ্বিতীয় মহিলা ফুটবলার হিসেবে তিনি বিদেশের ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন। এর আগে, গ্রেস ডেঙ্গমেই উজবেকিস্তানের এফসি নাসাফে সই করেছেন। অ্যাপোলনের পরবর্তী ম্যাচ রয়েছে ২১ অগস্ট এফসি জুরিখ ফ্রয়েনের বিরুদ্ধে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)