নিজস্ব প্রতিবেদন : চোট লুকিয়ে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে খেলতে যাওয়ার অভিযোগ উঠল বক্সার মনোজ কুমারের বিরুদ্ধে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক আর সাইকে অন্ধকারে রেখেই কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে অংশ নেন মনোজ কুমার। দু বারের অলিম্পিয়ান বক্সারের চোট লোকানোর খবর প্রকাশ্যে আসতেই তাকে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২০১৬ সাল থেকেই হিম পাসেলের চোটে ভুগছেন বক্সার মনোজ কুমার। সেই নিয়েই ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস এবং জাকার্তা এশিয়ান গেমসে অংশ নেন তিনি। এমনকী চোট সারানোর জন্য সাইয়ের কাছ থেকে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা আর্থিক সাহায্য চান মনোজ কুমার। কিন্তু চোট লোকানোর অভিযোগে কমনওয়েলথ গেমসে পদকজয়ী বক্সারকে আর্থিক সাহায্য করতেও নারাজ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। মনোজের চোট লোকানোর অভিযোগে বক্সিং ফেডারেশনকেও একহাত নিয়েছে কেন্দ্রীয় সরকার। 


আরও পড়ুন - জিদানের হাত ধরে এবার রিয়ালে এমবাপে?