রঞ্জিতে বাংলার ব্যাঘ্রবিক্রম, দ্বিশতরান মনোজের
মনোজের ব্যাঘ্রবিক্রমের সঙ্গেই ব্যাটে বিপ্লব করেছেন বাংলার আরও দুই ব্যাটসম্যান।
নিজস্ব প্রতিবেদন: সব বিতর্কের জবাব ব্যাটেই দিলেন বাংলার অধিনায়ক। তাঁর হাতে বাংলা দলের ব্যাটন ধরিয়ে যে কোনও ভুল হয়নি তা আরও একবার প্রমাণ করলেন মনোজ তিওয়ারি। রঞ্জি ম্যাচে হিমাচলের বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংস (২০১) খেললেন এই তারকা ব্যাটসম্যান। তাঁর দ্বিশতরানে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা ক্রিকেট ধারাভাষ্যকার দীপ দাশগুপ্ত।
আরও পড়ুন- মেজাজ হারিয়েই ফ্যানকে দেশ ত্যাগ করতে বলেছেন বিরাট, মন্তব্য আনন্দের
যার সুবাদে মঙ্গলবার মধ্য প্রদেশের বিরুদ্ধে ৫১০ রানের বিশাল স্কোর খাড়া করল বাংলা। উল্লেখ্যনীয়, মনোজের ব্যাঘ্রবিক্রমের সঙ্গেই ব্যাটে বিপ্লব করেছেন বাংলার আরও দুই ব্যাটসম্যান। শতরানের ইনিংস খেলেছেন কৌশিক ঘোষ (১০০)। অল্পের জন্য শতরান হাতছাড়া হলেও অবশ্যই বলতে হবে অভিমুন্যের ৮৬ রানের ইনিংসের কথাও।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় কোহলিকে ওপেনার বেছে দিলেন সেওয়াগ!
মধ্য প্রদেশের হয়ে ৫৯ রানে ৫টি উইকেট নিয়েছেন শুভম শর্মা। ২টি উইকেট এসেছে কুলদীপ সেনের ঝুলিতেও।