খেলা সবে শুরু, আর এখনই প্রতিযোগিতার শ্রেষ্ঠ ক্যাচ! মার্চ ৯, ২০১৬। কুড়ির বিশ্বকাপের দ্বিতীয় দিন। ওমান বনাম আয়ারল্যান্ড। একটি বিশ্বকাপে পাকিস্তান আর আরও একটি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল আয়ারল্যান্ড। কুড়ির বিশ্বকাপে সেই আয়ারল্যান্ড কে হারিয়ে চমক ওমানের। আর যে ক্যাচে ম্যাচ ঘুরল, সেই ক্যাচকে এখন থেকেই বলা হচ্ছে, 'Catch Of The Tournament'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জিশান মাকসুদ। বছর ২৮-এর ওমানের ক্রিকেটারের বা দিকে ডাইভ দিয়ে উড়ন্ত অবস্থায় ক্যাচ না দেখলে বিশ্বাসই করা যায় না। দেখে নিন ঝলক-



ওই ম্যাচেই আরও একটি ক্যাচ, যা তালু বন্দি হলে অবিশ্বাস্য কিছু হতে পারত। বাউন্ডারি লাইন থেকে পাখির মতন উড়ে ছয় বাঁচালেন আয়ারল্যান্ডের গ্রে উইলসন। ম্যাচ হারলেও, ফিল্ডিংয়ে মন জিতে নেয় যে প্রচেষ্টা, দেখুন-