নিজস্ব প্রতিবেদন :  রাশিয়ায় বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি ম্যাচে গ্যালারিতে দেখা গেছে দিয়েগো মারাদোনাকে। হারের হতাশা থেকে জয়ের উচ্ছ্বাস- নানান ভঙ্গিমায় দেখা গেছে '৮৬-র বিশ্বজয়ী অধিনায়ককে। নক আউট পর্বে ফরাসিদের বিরুদ্ধে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দিয়েগোর আবেদন, "মেসিকে সবাই সাহায্য করো"।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- জানলা খুললেই রোনাল্ডোকে দেখতে পাচ্ছেন মেসি!


ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচের বিশ্লেষন করতে গিয়ে মারাদোনা বলেন, "ফ্রান্স-আর্জেন্টিনা মুখোমুখি হলে যত প্রতিভাবান ফুটবলার একসঙ্গে হবে, বিশ্বকাপের আর কোনও ম্যাচেই বোধ হয় তা হবে না। এমন দুটি দল—যারা অনায়াসে ফাইনালেও মুখোমুখি হতে পারত। কিন্তু লিওনেল মেসির কিছু অসাধারণ মুভ বাদ দিলে সত্যি কথা বলতে গ্রুপ পর্বে আর্জেন্টিনা আহামরি কিছুই করে দেখাতে পারেনি, যাতে নক আউটে বিরাট প্রত্যাশা থাকবে।"


আরও পড়ুন- বিশ্বকাপে আজ শুরু শেষ ষোলো, প্রথমদিনেই নামছেন মেসি-রোনাল্ডো


আর্জেন্টিনাকে নিয়ে বেশ বিরক্ত মারাদোনা জানিয়েছেন, "ফ্রান্স হয়তো ছন্দহীন ফুটবল খেলে প্রি-কোয়ার্টারে  উঠেছে। কিন্তু আর্জেন্টিনা দলে এতা ঝামেলা। প্রথম একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে বারবার, সব বাধা পেরিয়ে এসেছে তারা—ওপরের একজন চেয়েছেন বলেই হয়তো বা।" সেই সঙ্গে শেষ ষোলোয় চেনা মেসিকেও দেখার আশা তাঁর, "মেসিকে যদি সবাই সাহায্য করতে এগিয়ে আসে। আর সত্যিই এই ম্যাচে যদি মেসি স্বমহিমায় খেলেন তাহলে এর চেয়ে
ভালো আর কিছু হতে পারে না।"