ব্রাজিল দলে নেই মার্সেলো, জেসুস!
ব্রাজিলিয়ান কোচ তিতে বেশ কয়েকজন নতুন মুখকে ডেকেছেন স্কোয়াডে।
নিজস্ব প্রতিবেদন : আমেরিকা এবং এল সালভাদরের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচের জন্য তারুণ্য নির্ভর দল গড়েছেন ব্রাজিল কোচ তিতে। দলে নতুন মুখ বেশ কয়েকটি। বাদ পড়েছেন মার্সেলো, মিরান্ডা, জেসুসের মতো ফুটবলাররা।
আরও পড়ুন - আর্জেন্টিনা দলে নেই লিওনেল মেসি?
আর্জেন্টিনা দলে মেসি না খেললেও প্রদর্শনী ম্যাচের জন্য ব্রাজিল দলে আছেন নেমার। ব্রাজিলিয়ান কোচ তিতে বেশ কয়েকজন নতুন মুখকে ডেকেছেন স্কোয়াডে। গ্যাব্রিয়েল জেসুস, ফার্নান্দিনহো, মার্সেলো, মিরান্ডা, এডারসন, পাওলিনহো, ফার্নান্দিনহোর মতো বেশ কয়েকজন অভিজ্ঞদের বিশ্রাম দিয়েছেন। তবে নেইমার, কৌতিনহো, এলিসন, থিয়াগো সিলভারা রয়েছেন দলে। নতুনদের মধ্যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার আন্দ্রেয়াস পেরেইরা বার্সেলোনার আর্থার সুযোগ পেয়েছেন।
আরও পড়ুন - সাইকেল চালিয়ে দেশের নাম ইতিহাসে তুললেন আন্দামানের এসো
দলে জায়গা ধরে রেখেছেন ইউনাইটেডের আর এক ফুটবলার ফ্রেদ। প্রথমবার ব্রাজিলের জাতীয় দলে ডাক পেয়েছেন লুকাস পাকুয়েতা, পেদ্রো, এভারতন ও ফেলিপে। প্রদর্শণী ম্যাচে তরুণ ফুটবলাররা কেমন পারফরম্যান্স করেন তা দেখে নিতেই অভিজ্ঞ কয়েকজনকে দলের বাইরে রাখার কথা জানান কোচ তিতে। এদিকে ব্যক্তিগত কারণে দলে নেই ম্যাঞ্চেস্টার সিটির তারকা গোলরক্ষক এদেরসন। তার জায়গায় ডাক পেয়েছেন হুগো। আগামী ৭ সেপ্টেম্বর নিউ জার্সিতে আমেরিকার বিরুদ্ধে খেলবে ব্রাজিল। চার দিন পর ওয়াশিংটনে এল সালভাদরের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ব্রাজিলের ঘোষিত দল
গোলরক্ষক : এলিসন, হুগো, নেতো
ডিফেন্ডার : ফাগনার, ফাবিনহো, অ্যালেক্স সান্দ্রো, ফিলিপে লুইস, থিয়াগো সিলভা, দেদে, মারকিনহোস, ফেলিপ
মিডফিল্ডার : কাসেমিরো, আর্থার, ফ্রেড, আন্দ্রেয়াস পেরেইরা, লুকাস পাকেইতা, ফেলিপে কুতিনহো, রেনাতো আগুস্তো, ডগলাস কস্তা, উইলিয়ান, এভারটন
ফরোয়ার্ড : নেমার, পেদ্রো, ফিরমিনো