নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপের পরই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রাকমরশুম প্রস্তুতি টুর্নামেন্টে মার্কিন মুলুকে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাস। জুভেন্তাসকে ৩-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। সিআর সেভেন জুভেন্তাসে পা রাখার পর জুভেন্তাসের বিরুদ্ধে ম্যাচ জিতে রোনাল্ডোকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল তাঁর শেষ ন'বছরের ক্লাব রিয়াল মাদ্রিদ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - ফ্রেন্ডশিপ ডে-তে খোঁজ পাওয়া গেল ভারতীয় ক্রিকেটের 'জয়-বীরু'র


যদিও মার্কিন সফরে প্রস্তুতি মূলক টুর্নামেন্টে দলের সঙ্গে যাননি জুভেন্তাসে সদ্য যোগ দেওয়া প্রাক্তন রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তুরিনেই অনুশীলন করছেন সিআর সেভেন। ম্যাচের ১২ মিনিটে কারভাহালের আত্মঘাতী গোলে প্রথমে এগিয়ে যায় জুভেন্তাসই। ৩৯ মিনিটে গ্যারেথ বেলের দুরন্ত গোলে সমতায় ফেরে রিয়াল।  



দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভয়ঙ্কর হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইসকোর পরিবর্তে মাঠে নেমে দ্রুত ম্যাচের গতি বদলে দেন একাই মার্কো আসেনসিও। ৯ মিনিটের ব্যবধানে দু'বার প্রতিপক্ষের জালে বল জড়ান রিয়ালের স্প্যানিশ ফুটবলার। ৪৭ এবং ৫৬ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন আসেনসিও।



স্প্যানিশ ফুটবলকে বাই বাই জানিয়ে ইতালিতে পা রেখেছেন রোনাল্ডো। ১১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার। রোনাল্ডোর নতুন ক্লাব পুরোনো ক্লাবের কাছে হেরে গেল। রোনাল্ডো ছাড়াও রিয়াল ফুটবলের দাপট এতটুকুও কমেনি সেটাই দেখিয়ে দিলেন বেলরা। এই ম্যাচে রোনাল্ডো না খেললেও সিআর সেভেনকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল মাদ্রিদের ক্লাবটি।