জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর দু'দিন। তারপরেই হায়দরাবাদে শুরু ভারত-ইংল্য়ান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্য়াচ। ২৫-২৯ জানুয়ারি চলবে প্রথম টেস্ট। ইংল্য়ান্ডের তারকা জোরে বোলার মার্ক উড (Mark Wood) দলের সম্পদ। তিনি খুব ভালো ভাবে জানেন যে, ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ব্য়াট হাতে, তিন ফরম্য়াটে কী কামাল করতে পারেন! মাঠে নামার আগেই ব্রিটিশ পেসার জানিয়ে দিলেন যে, তাঁর মাথায় আলাদা ভাবনা রয়েছে রোহিতকে নিয়ে। সাফ বুঝিয়ে দিলেন যে, রোহিতের শক্তিকেই তিনি পরিণত করবেন দুর্বলতায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: অযোধ্যার রাস্তায় 'বিরাট' দর্শন! নকল রাজায় উদ্বেল রামভক্তরা... হায় রে কপাল


হায়দরাবাদে সাংবাদিক বৈঠক করেছেন উড। সেখানে তিনি প্রথমেই কথা বলেছেন ভারতের পিচ নিয়ে। উডের বক্তব্য়, 'মাঠে নামার পরেই আমরা মূল্য়ায়ন করতে পারব। এখানে বাউন্সার বিরল। অনেক সময়ে পিচে দু'রকমের গতি থাকে। যদি মন্থর হয়, তাহলে সেটাও বোলারদের সাহায্য় করবে। ব্যাটারদের ওর মধ্য়েই শট নিতে হবে। তবে রোহিতের কথা ভাবতেই হবে। আমি জানি ও শর্ট বলে কতটা ভালো। তার মানে এই নয় যে, আমি ওকে বাউন্সার দেব না। তবে হ্য়াঁ, আমাকে নিখুঁত বাউন্সার করতে হবে সঠিক সময়ে।' উড জানেন যে, ঘরের মাঠে ভারত হিংস্র বাঘ। এই প্রসঙ্গে তাঁর সংযোজন, 'আমরা জানি এখানকার চ্য়ালেঞ্জের প্রসঙ্গে। ভারতের ঘরের মাঠে হারা বিরল ঘটনা। আমাদের কাছে এটা ফ্রি হিটের মতো। যেখানে আমরা নতুন কিছু চেষ্টা করতে পারি।' এবার তাহলে উড-রোহিত ডুয়েল দেখার অপেক্ষায় অনুগামীরা।
 
ভারতের বিরুদ্ধে ইংল্য়ান্ডের ঘোষিত দল: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), শোয়েব বশির, জ্যাক ক্রলে, বেন ডাকেট, বেন ফোকস, টম হার্টলে, জ্যাক লিচ, অলি পোপ, অলি রবিনসন, জো রুট ও মার্ক উড।


প্রথম দুই টেস্টে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), ধ্রুব জুড়েল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ়‌, মুকেশ কুমার, জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক) এবং আবেশ খান। (ব্য়ক্তিগত কারণের জন্য় প্রথম দুই টেস্টে নেই বিরাট)


আরও পড়ুন: ICC Men's ODI Team 2023: আইসিসি বাছল বর্ষসেরা দল, রোহিতই অধিনায়ক, একাদশে ডজন ভারতীয়!


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)