Tokyo 2020: প্রতিদ্বন্দ্বীকে গুঁড়িয়ে অলিম্পিক্স অভিযান শুরু করলেন `ম্যাগনিফিসেন্ট` Mary
দুরন্ত জয়ে পরের রাউন্ডে মেরি কম
নিজস্ব প্রতিবেদন: দুরন্ত মেজাজে অলিম্পিক্স (Tokyo Olympics 2020) অভিযান শুরু করলেন মেরি কম (Mary Kom)। রবিবার বক্সিংয়ে মহিলাদের ফ্লাইওয়েটে বিভাগের রাউন্ড অফ থার্টিটু-র ম্যাচে আধিপত্য নিয়ে জিতে শেষ ষোলোয় পৌঁছে গেলেন মেরি।
মণিপুরের কাঙ্গাথেই গ্রামের মেয়ের এদিন গুঁড়িয়ে দিলেন ক্যারিবিয়ান মিগুয়েলিনা হার্নান্ডেজ গার্সিয়াকে। এদিন শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল মেরি-মিগুয়েলিনার মধ্যে, কিন্তু তৃতীয় রাউন্ডে এসে জাত চিনিয়ে দেন ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও কিংবদন্তি। ৪-১ বাউট জিতে নেন মেরি। এবারও মণিপুরী বক্সারের দিকে গোটা দেশের চোখ। ৩৮ বছরের মেরির সম্ভবত এটাই শেষ অলিম্পিক্স। ২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মেরি চাইবেন ফের একবার ম্যাজিক করতে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)