সুশোভন মুখোপাধ্যায়


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জাতীয় লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ, শোরগোল ভারতীয় ফুটবল মহলে। আই-লিগে প্রথমবার অংশগ্রহণকারী দল মিনার্ভা পঞ্জাবের কর্ণধার রণজিৎ বজাজের বিস্ফোরক অভিযোগ, "ম্যাচ গড়াপেটার জন্য দলের দুই ফুটবলারকে ৩০ লাখ টাকার অফার দেওয়া হয়েছিল। ফুটবলের সৌন্দর্যকে কালিমালিপ্ত করতেই এমন ষড়যন্ত্র চলছে।" এই বিষয়ে ইতিমধ্যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দ্বারস্থ হয়েছেন রণজিৎ বজাজ। এআইএফএফ এবং এএফসি, দুই সংস্থার কাছেই সরকারি ভাবে অভিযোগও দায়ের করেছে মিনার্ভা পঞ্জাব।   


কোনও ফুটবলার কিংবা ম্যাচ আয়োজকরা যেন বুকিদের 'মারণফাঁদে' পা না দেন, তাঁর জন্য মিনার্ভা পঞ্জাব কর্ণধারের অনুরোধ, "আমাদের এখন থেকে আরও সতর্ক হতে হবে। আশা করছি, কোনও ম্যাচ অফিশিয়াল এবং খেলোয়াড় এই ফাঁদে পা দেবেন না।" 


আরও পড়ুন- হেরে গিয়েও বিরাট 'ঔদ্ধত্য' কোহলির


মিনার্ভা অ্যাকাডেমি এবং ফুটবল দলের কর্ণধার রণজিৎ বজাজের দাবি, দলের দুই ফুটবলারকে যে ৩০ লাখ টাকার লোভ দেখানো হয়েছে তার প্রমাণ রয়েছে তাঁর কাছে। দলের দুই ফুটবলারই নাকি এই ম্যাচ গড়াপেটার প্রলোভনের কথা তাঁকে জানান। বুধবার রণজিৎ বজাজের বিস্ফোরক দুই টুইটের পরই নড়েচড়ে বসেছে এআইএফএফ-ও। এমন কোনও ঘটনা ঘটে থাকলে তা কড়া হাতে দমন করা হবে বলেই জানিয়েছেন শীর্ষ আধিকারিকরা। 




উল্লেখ্য, ক্রিকেটে ম্যাচ গড়াপেটার ঘটনা আগেই দেখেছে ভারত। আইপিএলের মত 'হাই প্রোফাইল' ক্রিকেট লিগে গড়াপেটার দায়ে আজীবন নির্বাসিত হতে হয়েছে শ্রীসন্থের মত ক্রিকেটারকে। ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকায় শাস্তি পেয়েছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মত দলও। আন্তর্জাতিক ক্রিকেটে সলমন বাট, মহম্মদ আসিফের মত ক্রিকেটারদের 'ক্রিকেট জীবন' থেমে গিয়েছে কেবল মাত্র গড়াপেটায় যুক্ত থাকার কারণে। 


আরও পড়ুন- 'ক্ষমাহীন অপরাধ', হার্দিকের 'ছেলেমানুষি'তে হারতে পারে ভারত!


ক্রিকেটে বুকি রাজ আজকের নয়। তবে ষড়যন্ত্রীদের রক্তচক্ষু ফুটবলে সেভাবে পড়েনি। কিন্তু, যেভাবে মিনার্ভা পঞ্জাব কর্ণধার আশঙ্কা প্রকাশ করছেন, তাতে বিপদ বেশি দূরে নয়, বলেই মত ফুটবল প্রেমীদের একাংশের।    



খেলার খবর জানতে রাত ১১টায় দেখুন 'স্পোর্টস ২৪'