নিজস্ব প্রতিবেদন: জানি না ফের কবে শুরু হবে খেলা। তবে শুরু হওয়ার আগে ম্যাচ ফিট হতে আরও তিন-চার সপ্তাহ সময় লেগে যাবে- কথাগুলো বলছিলেন টিম ইন্ডিয়া টেস্ট দলের সহ অধিনায়ক আজিঙ্কে রাহানে। লকডাউন পরবর্তী সময়ে ক্রিকেট যে বদলাবে সেটা এখন থেকে খুব সহজেই অনুমেয়। তাই করোনা পরবর্তী সময়ে ক্রিকেটে কেমন হবে সেলিব্রেশন সেটাও বলে দিলেন রাহানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


এমনিতেই বলের পালিশ ধরে রাখতে যুগ যুগ ধরে থুতু-লাল-ঘামের ব্যবহার চলে আসছে। কিন্তু করোনা পরবর্তী সময়ে বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবতে শুরু করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি-ও। আসলে স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেটকে জীবানুমুক্ত রাখতে হলে এটা ছাড়া উপায় নেই। তাই করোনা পরবর্তী ক্রিকেটে সেলিব্রেশনও দূরত্ব বজার রেখে করতে হবে।



একটি ওয়েব কনফারেন্সে আজিঙ্কে রাহানে বলেন, "শুধু ক্রিকেট নয়, প্যানডেমিকের প্রভাব মানুষের জীবনের ওপরও পড়বে। এরপর ক্রিকেট সেলিব্রেশনে নমস্তে কিংবা ভার্চুয়াল হাই ফাইভের মতো কিছু একটা করতে হবে।" করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে তবেই ক্রিকেট ফের চালু করা উচিত্ বলে মনে করেন রাহানে।



আরও পড়ুন - ওয়ার্নারের সেরা IPL একাদশে কোন কোন ভারতীয় জায়গা পেলেন, জেনে নিন