জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়ালকে ফ্লাইটে একটি অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয়। এই ঘটনা ঘটার পর আগরতলার আইসিইউতে ভর্তি হতে হয়েছিল তাঁকে। জানা গিয়েছে মায়াঙ্ক তার সামনের আসনে রাখা একটি বোতল থেকে জল পান করেন এবং এর পরেই তাঁর গলা চুলকাতে শুরু করে এবং তার ঠোঁটও ফুলে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মায়াঙ্ককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিত্‍সকদের একটি দল তাঁকে পরীক্ষা করতে শুরু করে। যদিও তিনি যে কোনও সম্ভাব্য বিপদের বাইরে রয়েছেন বলে হাসপাতাল থেকে জানা গিয়েছে। পাশপাশি বলা হয়েছে যে তিনি এক-দুই দিন কথা বলতে পারবেন না কারণ তার মুখে আলসার এবং ফোলাভাব রয়েছে। কিন্তু, ফ্লাইটে মায়াঙ্কের সঙ্গে ঠিক কী ঘটেছিল তা জানিয়েছেন দলের ম্যানেজার।


কর্ণাটক দলের ম্যানেজারের মতে, মায়াঙ্ক ফ্লাইটে রেস্ট্রুমে ছুটে যান যখন তিনি গলায় চুলকানি অনুভব করেন। এরপরে চিকিৎসকরা উপস্থিত হওয়ার পরে তাঁরা হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।


আরও পড়ুন: Shikhar Dhawan: 'একবার জড়িয়ে ধরতে চাই ওকে'! ভেঙে পড়লেন সন্তানবিচ্ছিন্ন বাবা


কর্ণাটক দলের ম্যানেজার রমেশ বলেন, ‘আমরা টেক অফ করতে যাচ্ছিলাম, এবং মায়াঙ্ক তৃষ্ণার্ত বোধ করে। তাই নিজের সিটের সামনের সিটের পকেটের পিছনে রাখা জল নিয়ে পান করেন। কয়েক মিনিট পরে, তিনি বুঝতে পারেন যে তার গলা চুলকাচ্ছে, এবং তিনি বমি করার মতো অনুভব করলেন। এর ফলে, তিনি ককপিটের কাছে ওয়াশরুমে ছুটে যান এবং এয়ার হোস্টেসকে জানান’।


তিনি আরও বলেন, “এয়ার হোস্টেস সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি বেল বাজিয়ে দেখেন যে ফ্লাইটে কোন ডাক্তার পাওয়া যাচ্ছে কিনা। দুর্ভাগ্যবশত, সেখানে কোনও ডাক্তার ছিল না, তাই পাইলটকে জানানো হয়েছিল, এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে একটি বার্তা পাঠানো হয়েছিল। ডাক্তাররা তাকে দেখতে আসেন, এবং তারা বলেন, 'আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিতে পারছি না, তাকে হাসপাতালে ভর্তি করা দরকার।' একটি অ্যাম্বুলেন্স এসেছে, এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে”।


মায়াঙ্ক একটি ইন্ডিগো ফ্লাইটে ছিলেন, যখন ঘটনাটি ঘটেছিল। বিমানটি তখন আগরতলা থেকে নয়াদিল্লিতে যাচ্ছিল। এয়ারলাইনটিও একটি বিবৃতি জারি করেছে এবং বিষয়টি সম্পর্কে জানিয়েছে।


আরও পড়ুন: East Bengal: মেসির সঙ্গে খেলা পেপের ছাত্র এবার লাল-হলুদে! ডার্বির আগেই কি আসছেন মশাল জ্বালাতে?


বিবৃতিতে বলা হয়েছে, ‘আগরতলা থেকে দিল্লির দিকে পরিচালিত ইন্ডিগো ফ্লাইট 6E 5177 বিমান একটি মেডিকেল ইমার্জেন্সির কারণে ফিরে এসেছিল। যাত্রীটিকে অফলোড করা হয়েছিল এবং তাকে আরও চিকিৎসা সহায়তার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বিমানটি আবার বিকেল ৪.২০ মিনিটে তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছিল’।



বুধবার মায়াঙ্ক আগরওয়াল একটি একটি ট্যুইট করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)