Ind vs Eng: ভারত ৩-০ কিংবা ৪-০ তে সিরিজ জিতবে, ভবিষ্যদ্বাণী David Lloyd`র
চার টেস্টের সিরিজের ফল কী হবে?
নিজস্ব প্রতিবেদন: আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ডেভিড লয়েড। তাঁর মতে, আসন্ন সিরিজে হট ফেভারিট টিম ইন্ডিয়া। ৩-০ কিংবা ৪-০ ব্যবধানে সিরিজ জিতবে ভারত, জানিয়ে দিলেন লয়েড।
বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড দুই দেশ। অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। পাশাপাশি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে এই সিরিজের গুরুত্ব অপরিসীম দুই দলের কাছেই।
আরও পড়ুন- Ind vs Eng: চেন্নাইয়ে প্রথম টেস্টে কি তিন স্পিনার নিয়ে নামবেন Virat Kohli?
Daily Mail-এর কলামে ডেভিড লয়েড লিখেছেন, "ভারতই ফেভারিট। আর ইংল্যান্ডের পক্ষে একটা ভাল বিষয় হল তারা আন্ডারডগ হয়ে শুরু করবে। তাদের জন্য আরও একটা বিষয় হল যে শ্রীলঙ্কায় তারা সিরিজ খেলে এসেছে। যেখানে উইকেটের চরিত্র অনেকটা ভারতের মতোই। তবে পাল্লা ভারী ভারতেরই।"
চার টেস্টের সিরিজের ফল কী হবে? এই প্রসঙ্গে তিনি জানান, " আমার মনে হয় ভারত সিরিজটা ৩-০ কিংবা ৪-০ তে জিতবে। তবে আমার কথা ভুল প্রমানিত হলে সবচেয়ে খুশি হব।"
আরও পড়ুন- Ind vs Eng: চিপকে Kohli-Rohit যুগলবন্দী, সোশ্যাল মিডিয়ায় হইচই