রিও অলিম্পিকের পদক তালিকা (অষ্টম দিনের শেষে)
রিও অলিম্পিক দেখতে দেখতে আটটা দিন পেরিয়ে গেল। ৬১টা দেশ পদক জিতে ফেলেছে। ৩৯টা দেশ অন্তত একটা করে সোনা জিতেছে। ভারতের ঝুলি শূন্য। আসুন দেখে নিই পদক তালিকায় প্রথম দশে থাকা দশটা দেশকে--
ওয়েব ডেস্ক: রিও অলিম্পিক দেখতে দেখতে আটটা দিন পেরিয়ে গেল। ৬১টা দেশ পদক জিতে ফেলেছে। ৩৯টা দেশ অন্তত একটা করে সোনা জিতেছে। ভারতের ঝুলি শূন্য। আসুন দেখে নিই পদক তালিকায় প্রথম দশে থাকা দশটা দেশকে--
দেশ | সোনা | রূপো | ব্রোঞ্জ | মোট পদক |
১) মার্কিন যুক্তরাষ্ট্র | ২৪ | ১৮ | ১৯ | ৬১ |
২) চিন | ১৩ | ১১ | ১৭ | ৪১ |
৩) গ্রেট ব্রিটেন | ১০ | ১৩ | ৭ | ৩০ |
৪) জার্মানি | ৮ | ৫ | ৩ | ১৬ |
৫) জাপান | ৭ | ৩ | ১৪ | ২৪ |
৬) রাশিয়া | ৬ | ৯ | ৮ | ২৩ |
৭) অস্ট্রেলিয়া | ৬ | ৭ | ৯ | ২২ |
৮) ইটালি | ৬ | ৭ | ৫ | ১৮ |
৯) দক্ষিণ কোরিয়া | ৬ | ৩ | ৪ | ১৩ |
১০) ফ্রান্স | ৫ | ৮ | ৫ | ১৮ |