ইউরোতে-পর্তুগাল (১) আইসল্যান্ড (১)
কোপায়-আর্জেন্টিনা (৩) বলিভিয়া (০)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা নেমেছিলেন বিশ্বের অন্যতম সেরা দুই টুর্নামেন্টে। দেশের জার্সি গায়ে চাপিয়ে। দুনিয়ার দু প্রান্তে। ফলাফলটাও দুরকম হল। ফ্রান্সে রোনাল্ডোর পর্তুগাল আটকে গেল। সেখানে মার্কিন মুলুকে কোপা আমেরিকায় ফের বড় জয় পেল মেসির আর্জেন্টিনা।


বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ লিগের সব ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা। আগের ম্যাচে হ্যাটট্রিক করলেও এ ম্যাচে অবশ্য গোল পাননি লিও। ম্যাচের ১৫ মিনিটের মধ্যেই দু গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে গোল তিনটি করেন লামেলা,লাভেজি,কুয়েস্তা।


শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। রবিবার ভারতীয় সময় ভোর সাড়ে চারটেয় মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার।


অন্যদিকে, ইউরোর প্রথম ম্যাচেই আটকে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। মঙ্গলবার রাতে আইসল্যান্ড-পর্তুগাল ম্যাচ শেষ এক-এক গোলে। ইউরোপের সবচেয়ে ছোট দেশ হিসেবে প্রথমবার ইউরোয় খেলার ছাড়পত্র পেয়েছে আইসল্যান্ড। দলে নেই কোনও তারকা। প্রতিযোগিতা শুরুর আগে এই দলটাকে নিয়ে কোনও আলোচনাও হয়নি। শক্তির বিচারে কয়েকগুন এগিয়ে থাকা পর্তুগালকে রুখে দিয়ে অবশ্য চমক দিল আইসল্যান্ড।


জেদ,হারা না মানা মনোভাবের সঙ্গে স্ট্যাটেজির ঝড় তুলে রোনাল্ডো,নানিদের কাছ থেক এক পয়েন্ট কেড়ে নিলেন আইসল্যান্ডের ফুটবলাররা। ম্যাচের শুরুটা অবশ্য প্রত্যাশা অনুযায়ী ভাল করেছিল পর্তুগাল। প্রথমার্ধের মাঝামাঝি সময় নানির গোলে এগিয়ে যায় ফার্নান্ডো স্যান্টোসের দল। ইউরোর ইতিহাসে ছশোতম গোলটি করে  নজির গড়লেন নানি।এরপরও দাপটের সঙ্গে খেললেও ব্যবধান বাড়াতে পারেননি রোনাল্ডোরা। দ্বিতীয়ার্ধের শুরুতে পট পরিবর্তন।


ম্যাচের ৫১ মিনিটে ম্যাচের গতির বিরুদ্ধে গোল করে আইসল্যান্ডকে ম্যাচে ফেরান বারনাসন। ম্যাচের শেষদিকেও গোল করার মতো সুযোগ তৈরি করেছিলেন রোনাল্ডো। তবে মঙ্গলবার রাতে বড্ড বেশি ম্লান সিআর সেফেন।  বিপক্ষ দলের রক্ষণের পাঁদে বারবার আটকে গেলেন পর্তুগালের সেরা তারকা।