`টেনিসের মেসি`-র হারে মনখারাপ মার্কিনীদের
ফেডেরার, নাদালের ভরা যুগে তিনি জিতেছিলেন ইউএস ওপেন। সেই কথা ভোলেনি মার্কিন টেনিসপ্রেমীরা। তাই তাঁর ফিরে আসার কঠিন লড়াইয়ে সব সময় পাশে ছিল মার্কিনীরা। লিওনেল মেসির দেশের তারকা টেনিস তারকা হুয়ান মার্টিন দেলপত্রোর প্রত্যাবর্তনের রথের চাকাটা এবারের ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালেই থেমে গেল।
ওয়েব ডেস্ক: ফেডেরার, নাদালের ভরা যুগে তিনি জিতেছিলেন ইউএস ওপেন। সেই কথা ভোলেনি মার্কিন টেনিসপ্রেমীরা। তাই তাঁর ফিরে আসার কঠিন লড়াইয়ে সব সময় পাশে ছিল মার্কিনীরা। লিওনেল মেসির দেশের তারকা টেনিস তারকা হুয়ান মার্টিন দেলপত্রোর প্রত্যাবর্তনের রথের চাকাটা এবারের ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালেই থেমে গেল।
২০০৯-এর চ্যাম্পিয়ন দেলপত্রোকে সেমিতে ওঠার লড়াইয়ে ওয়ারিঙ্কা হারালেন ৭-৬, ৪-৬,৬-৩,৬-২। চোটের জন্য একটা সময় খেলা ছাড়ার কথা ভেবে ফিরে আসা দেলপত্রো এবার রিও অলিম্পিকে পুরুষদের সিঙ্গলসে রুপো জেতেন। দেলপত্রোর জনপ্রিয়তা এখন আর্জেন্টিনায় মেসিকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। ম্যাচ হারার পর চোখে জল দেলপত্রোর। দেলপত্রোর হারের পর দর্শকদের উঠে দাঁড়ান। সেমিফাইনালে সুইস ওয়ারিঙ্কার বিরুদ্ধে খেলবেন জাপানের কেই নিশিকোরি। অন্য সেমিফাইনালে সার্বিয়ার নোভাক জকোভিচ খেলবেন ফ্রান্সের মনফিলিশের বিরুদ্ধে।
পড়ুন- খেলার সব খবর
মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস।
এদিকে, এবারের ইউএস ওপেনে বেটিং কাণ্ড। মহিলা সিঙ্গলসে প্রথম রাউন্ডের একটি ম্যাচ ঘিরে সন্দেহ দানা বেঁধেছে। রাশিয়ার ভিতালিয়া দিয়াতচেঙ্কোর সঙ্গে সুইজারল্যান্ডের টিমিয়া বেসিঞ্জস্কির ম্যাচ চলাকালীন বেটিং চক্রের আগ্রহ তদন্তকারীদের সন্দেহ বাড়িয়েছে।