নিজস্ব প্রতিবেদন: লা লিগায় পর পর দুটো ম্যাচ ড্রয়ের পর অবশেষে জয়ে ফিরল বার্সেলোনা। বার্সেলোনার বড় জয়ে ফের মেসির নজির। লা লিগায় এক মরশুমে ১৯টা গোলের অ্যাসিস্ট করে নয়া রেকর্ড করলেন এলএমটেন। নিজেই নিজের রেকর্ড ভাঙলেন বার্সার আর্জেন্টিনিয় সুপারস্টার।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার রাতে গ্রিজম্যানকে দিয়ে গোল করিয়ে রেকর্ড বুকে নিজের নাম তুলে নেন লিও মেসি। মেসির রেকর্ডের ম্যাচে বড় জয় পেল বার্সেলোনা। আওয়ে ম্যাচে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারাল বার্সা। নিজে গোল না পেলেও বার্সেলোনার জয়ে জোড়া অ্যাসিস্ট করেন এলএমটেন। দ্বিতীয়ার্ধে অবশ্য অফসাইডের কারণে মেসির একটা গোল বাতিল হয়ে যায়। বার্সার হয়ে গোলগুলি করেন লুই সুয়ারেজ, গ্রিজম্যান আর আনসু ফাতি, আর একটা গোল আত্মঘাতী।


 



 



জিতলেও লিগ শীর্ষে থাকা রিয়ালের থেকে এখনও ৪ পয়েন্টে পিছিয়ে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে লা লিগা খেতাবের পথে আরও একধাপ এগিয়ে গিয়েছে জিদানের দল। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ৩ পয়েন্ট এনে দেন তারকা ডিফেন্ডার সের্জিও রামোস।



দুই দলেরই বাকি চার ম্যাচ। তাই খেতাবি লড়াইয়ে ফিরতে হলে জিদানের দলের পয়েন্ট নষ্টের দিকে তাকিয়ে থাকতে হবে মেসিদের।



আরও পড়ুন - ফের স্বার্থের সংঘাতে সৌরভ! বাউন্ডারির বাইরে পাঠালেন BCCI সভাপতি