নিজস্ব প্রতিবেদন- তিন মাস পর মাঠে ফিরে রোনাল্ডোকে আগের ছন্দে দেখা যায়নি। জুভেন্টাসের জার্সিতে নেমে পর্তুগিজ তারকা পেনাল্টি মিস করেছিলেন। তিন মাস পর ফুটবল ফিরেছে ইতালিতে। রোনাল্ডো প্রথম ম্যাচে নেমে আহামরি কিছুই করে পারেননি। তিনি মহাতারকা। তাঁর কাছে ভক্তদের প্রত্যাশা সব সময়ই বেশি। তবে তিন মাস পর মাঠে ফিরে মেসি কিন্তু স্বমহিমায়। বুঝিয়ে দিলেন, দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও তাঁর পায়ের জাদুতে কোনও প্রভাব পড়েনি। মাঠে নেমেই পুরনো ঝলক দেখালেন এল এম টেন। অ্যাওয়ে ম্যাচে মায়োরকার বিরুদ্ধে গোল করে রেকর্ডও করে ফেললেন আর্জেন্টাইন সুপারস্টার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সেই পুরনো রোগে আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!


প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় টানা ১২ মরশুমে ২০টা গোল করার নজির গড়লেন বার্সা সুপারস্টার। গোলের পাশাপাশি দুটো অ্যাসিস্ট তাঁর নামের পাশে। লা লিগায় কামব্যাক ম্যাচে বার্সেলোনাও জিতল ৪-0 গোলে। আগের দিন ইতালিয়ান কাপের ম্যাচে পেনাল্টি নষ্ট করেছিলেন রোনাল্ডো। ম্যাচ ফিটনেস-এর অভাব ভুগিয়ে ছিল পর্তুগিজ সুপারস্টারকে। তবে শনিবার রাতে মেসি ছিলেন নিজের চেনা মেজাজেই। কেন তিনি বিশ্বসেরা সেটা আরও একবার দেখল ফুটবল বিশ্ব। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই আর্তুরো ভিদালের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তারপর আর থামানো যায়নি লা লিগা লিডারদের। ইনজুরি টাইমে গোল করে বার্সেলোনার হয়ে পারফেক্ট কামব্যাক সারেন লিও মেসি। শনিবার রাতে জয়ের পর ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট পেয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা।