ওয়েব ডেস্ক: একজন সবে দেশকে প্রথম ইউরো কাপ এনে দিয়ে সব পেয়েছির দেশে। অন্যজন, হেরে অবসর নিয়ে সব হারানোর দেশে। এখন রোনাল্ডো-মেসির তুলনার কথা এলে ক্রিশ্চিয়ানোকে অনেকেই এগিয়ে রাখছেন। তাদের যুক্তিটা একটাই রোনাল্ডোর ক্লাবের পাশাপাশি দেশকে বড় ট্রফি দিয়েছেন। মেসি ক্লাবকে দিলেও দেশকে কিছুই দিতে পারেননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানতে পড়ুন-জার্মানি কী কোচ পরিবর্তন করছে?


অনেকেরই ধারনা এবারের ব্যালন ডি অর জেতাটা রোনাল্ডোর কাছে শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু এমন একটা সময়েও মেসি সমর্থকদের কিছুটা সান্ত্বনা দেবে সদ্য প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিং। সেটা দুধের স্বাদ ঘোলে কিংবা তার চেয়ে কম কিছুতে হলেও সত্যি। মেসির আর্জেন্টিনা কোপা আমেরিকা জিততে না পারলেও ইউরো ও কোপা আমেরিকার পর প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান উঠে এল। অন্যদিকে, ইউরো কাপ জিতলেও পর্তুগাল ষষ্ঠ স্থানে থাকল। রোনাল্ডোদের দু ধাপ উঠল। ইউরো রানার্স ফ্রান্স সাত নম্বরে উঠল। কোপা চ্যাম্পিয়ন চিলি পাঁচ নম্বরে। মানে কোপা চ্যাম্পিয়নদের থেকে একধাপ পিছনে ইউরো চ্যাম্পিয়নরা।


জানতে পড়ুন-নানিকে যে উপহার দিলেন রোনাল্ডো


বেলজিয়াম দু নম্বরে, কলম্বিয়া তিনে। চারে ও পাঁচে আছে জার্মানি, চিলি। আইসল্যান্ড ২২ নম্বরে উঠে এল। ইংল্যান্ডকে পিছনে ফেলে ১১ নম্বরে ওয়েলশ।


ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রথম দশ দেশ-


১) আর্জেন্টিনা, ২) বেলজিয়াম, ৩) কলম্বিয়া, ৪) জার্মানি, ৫) চিলি, ৬) পর্তুগাল, ৭)ফ্রান্স, ৮) স্পেন, ৯) ব্রাজিল , ১০) ইতালি।।