জোয়াকিম লোতেই আস্থা জার্মানির, এখনই কোচ পরিবর্তন নয়!

ইউরোর হতাশাজনক পারফরম্যান্সের পরও আপাতত জোয়াকিম লোতেই আস্থা জার্মানি ফুটবল ফেডারেশনের। দুহাজার আঠেরোর বিশ্বকাপ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের কোচের হটসিটে থাকবেন লো। 

Updated By: Jul 13, 2016, 05:18 PM IST
জোয়াকিম লোতেই আস্থা জার্মানির, এখনই কোচ পরিবর্তন নয়!

ব্যুরো: ইউরোর হতাশাজনক পারফরম্যান্সের পরও আপাতত জোয়াকিম লোতেই আস্থা জার্মানি ফুটবল ফেডারেশনের। দুহাজার আঠেরোর বিশ্বকাপ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের কোচের হটসিটে থাকবেন লো। 

ইউরো কাপ জেতার পরই খারাপ খবর রোনাল্ডোর জন্য

সদ্য শেষ হওয়া ইউরোর সেমিফাইনালে হেরে ছিটকে গিয়েছিল জার্মানি। ইউরোয় প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি ক্রুস, মুলাররা। এরই মধ্যে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন লো। দেশে ফেরার পর লোয়ের সঙ্গে বৈঠকে বসেন জার্মানির ফুটবল ফেডারেশনের কর্তারা। এরপরই দায়িত্বে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন লো। বর্তমান দলের ভাল কিছু ফল করা সম্ভব বলে জানিয়েছেন এই কোচ। ২০০৬ সাল থেকে জার্মানির হেড কোচের দায়িত্বে রয়েছেন লো।

 

.