জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মিয়া খালিফা (Mia Khalifa), ওরফে মিয়া কে (Mia K.) যাঁর আলাদা করে পরিচয় দেওয়ার কোনও প্রয়োজন নেই। প্রাক্তন লেবানিজ পর্নস্টার এক সময়ে অ্যাডাল্ড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো শাসন করেছেন। নীল পৃথিবীর রানি বললেও কম বলা হবে না। ২৯ বছরের মিয়া ভীষণ রকমের ফুটবল ভক্ত। অতীতে জানিয়েছিলেন যে, তিনি প্রিমিয়র লিগে (Premier League) রীতিমতো চোখ রাখেন। তাঁর প্রিয় দল ওয়েস্ট হ্যাম (West Ham) বলেও জানিয়েছেন মিয়া। এবার কাতার ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022) আবহে মিয়া বেছে নিলেন তাঁর হৃদয়ের তিন ফুটবলারকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন'জার্নি' এখন অতীত, কাতারের ঘাস ছুঁয়ে এবার ছুটে চলেছে দুরন্ত 'স্বপ্ন'...


 




সম্প্রতি মিয়া ইউটিউব চ্যানেল এএফটিভি-তে সাক্ষাৎকার দিয়েছেন। চ্যানেলের প্রতিষ্ঠাতা ও সঞ্চালক রোবি লিলের সঙ্গে কথা বলতে গিয়ে মিয়া বলেন, 'প্রথমেই আমি বেকসের (ডেভিড বেকহ্যাম) কথা বলব। কারণ আমি একজন মেয়ে। ১২ বছর বয়সে ওঁর কন্ঠস্বর শুনে একটা আলাদা রোমাঞ্চ অনুভব করতাম।  বেকহ্যামের কথা শুনে হেসেছি। খুব মজার ছিল। এরপর বলব জিনেদিন জিদানের কথা। আমার কাছে ফুটবল উন্মাদনা মানেই জিদান। জিদানের হেডবাট আমার কাছে শ্রেষ্ঠ মুহূর্ত। দেখতে গেলে আমি ফুটবলে হিংস্রতা পছন্দও করি, আবার ঘৃণাও করি। তিনে রাখব সেলটিকের অজি মিডফিল্ডার অ্যারন মুইকে। ও ফুটবলের কাহি লিওনার্ড। ক্যামেরা দেখলে কিছুটা লজ্জা পায়। খুব ভালো মানুষ। জানি না ওর আমাকে মনে আছে কিনা!' পর্তুগালকে হারিয়ে মরক্কো শেষ চারে উঠেছে। এই ম্যাচের পর মরক্কোর সমর্থনে ট্যুইটও করেছিলেন মিয়া।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)