বিরাট কোহলির ঢালাও প্রশংসা করলেন মাইকেল ক্লার্ক
ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামলে বিরাট কোহলির আগ্রাসন যেন আরও বেড়ে যায়। মিচেল জনসনের সঙ্গে তাঁর দ্বৈরথ তো ক্রিকেটপ্রেমীদের মনে থাকবে অনেকদিন। এটাই মোটামুটি জনমত যে, বিরাট কোহলিকে অস্ট্রেলিয়ার লোক খুব একটা পছন্দ করেন না। কিন্তু, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক, ঢালাও প্রশংসা করলেন ভারত অধিনায়কের।
আরও পড়ুন মালিঙ্গাদের বিরুদ্ধে রোহিত শর্মাদের নতুন পরিকল্পনা
ক্লার্ক একটি কাজে পুনেতে এসেছেন। সেখানেই বিরাটের ঢালাও প্রশংসা করে ক্লার্ক বলেছেন, 'আমি এটা মোটেও মানতে রাজি নই যে, অস্ট্রিলিয়ায় বিরাটের ভক্ত কম রয়েছে। আমার তো মনে হয়ে, বিরাটের মধ্যেই অনেকটা অস্ট্রেলিয়ান ব্যাপার রয়েছে। ও মাঠে সত্যিই কঠিন প্রতিদ্বন্ধী। পাশাপাশি, মাঠের বাইরে বিরাট মানুষ হিসেবে খুব ভাল। আমার তো মনে হয় বিরাটকে অনেক অস্ট্রেলিয়ানই সম্মান করে। এটাও ঠিক যে, অস্ট্রেলিয়ার খবর কাগজগুলোতে বিরাটকে নিয়ে অনেক বেশি নেগেটিভ কথা লেখা হয়। কিন্তু আমার সঙ্গে বিরাটের সম্পর্ক খুব ভাল। কারণ, বিরাট যে, মানুষ হিসেবেও ভাল।'
আরও পড়ুন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে হবু কোচদের মহেন্দ্র সিং ধোনির পেপটক